ঢালিউড কুইন অপু বিশ্বাস এবার ব্রাইডাল লুকে ভক্তদের সামনে হাজির হয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়েছেন। রিল ভিডিওতে তিনি লিখেছেন—“রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।” মুহূর্তেই ভিডিওটি নেটিজেনদের প্রশংসায় ভেসে গেছে, কেউ কেউ তাকে রূপকথার রাজকন্যা বলেও মন্তব্য করেছেন।
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায়। সম্প্রতি একটি রিল ভিডিও শেয়ার করেছেন তিনি, যেখানে কানে দুল, খোপায় ফুল আর সাদা পোশাকে ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন।
ভিডিওটির ক্যাপশনে অপু লিখেছেন—“রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।” তার এই বক্তব্যে আত্মবিশ্বাস ও রাজকীয় আভিজাত্যের ছাপ স্পষ্ট।
ভিডিও প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভক্তরা তাকে রূপকথার রাজকন্যা বলে ডাকছেন। কেউ লিখেছেন—“অপু বিশ্বাসকে এভাবে আগে কখনো এত সুন্দর লাগেনি।” আবার কেউ মন্তব্য করেছেন—“অপু বিশ্বাস সত্যিই বেস্ট।”
আরো পড়ুন: বিকিনি দৃশ্যে হইচই: পেছনের গল্প শোনালেন মিমি চক্রবর্তী
২০০৬ সালে কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অপু বিশ্বাস। তবে তার ক্যারিয়ার শুরু হয় আরও আগে, কাল সকালে ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।
বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি হয়ে উঠেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। একসঙ্গে তারা ৭২টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন, যা ২০১৭ সাল পর্যন্ত ঢালিউডের দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল।