রাজধানীতে আজ শনিবার (১৮ অক্টোবর) নানা রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের কর্মসূচি রয়েছে। রাজধানীতে আজ কোথায় কী হচ্ছে-তা আগে থেকেই জানা থাকলে সড়কে বের হওয়ার সময় অপ্রত্যাশিত ভোগান্তি এড়ানো যাবে। সকালে থেকেই শহরের বিভিন্ন এলাকায় বিএনপিসহ নানা সংগঠনের সভা, সেমিনার ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
বিএনপির নানা কর্মসূচি আজ
আজ সকাল ১০টায় গ্রিনরোডের পানিভবনের মাল্টিপারপাস হলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময়ে ফার্মগেটের বিএআরসি অডিটরিয়ামে ইআরআই সেমিনারে অংশ নেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
এছাড়া সকাল ১০টা ৪৫ মিনিটে নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন সালাহউদ্দিন আহমদ। বিকাল ৩টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আলোচনাসভাতেও যোগ দেবেন তিনি।
অন্যান্য রাজনৈতিক ও সামাজিক আয়োজন
গুলশান এভিনিউয়ের হোটেল রেনেসাঁয় সকাল ১১টায় এফএসডিএস আয়োজিত বাণিজ্যবিষয়ক সেমিনারে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বেলা ১১টায় রূপায়ণ টাওয়ারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে। এতে উপস্থিত থাকবেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।
এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন
দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কালো পতাকা মিছিল বের করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি ঘিরে যানজটের আশঙ্কা রয়েছে।
সরকারি ও উপদেষ্টা পর্যায়ের সভা
ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১১টায় শাপলা চত্বরে ২০১৩ ও ২০২১ সালের সংঘর্ষে নিহত পরিবারগুলোর সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিশেষ অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
অন্যদিকে মহাখালীর ব্র্যাক সেন্টারে বেলা ১১টায় সিপিডি আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আরো পড়ুন : লালমাটিয়ার গলিতে পুলিশের ধাওয়া খেয়ে আশ্রয় জুলাই যোদ্ধাদের, সংঘর্ষে আহত বহুজন
নাগরিকদের জন্য পরামর্শ
রাজধানীতে আজকের ঘনবসতিপূর্ণ এই কর্মসূচিগুলোর কারণে সকাল থেকে বিকাল পর্যন্ত গ্রিনরোড, ফার্মগেট, শাহবাগ, মহাখালী ও গুলশান এলাকায় যানজটের সম্ভাবনা রয়েছে। নাগরিকদের বিকল্প রুট বেছে চলাচলের পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।