পাঁচ সপ্তাহ আগেও জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। এখন তিন ফরম্যাটের আলোচনায় সবচেয়ে বেশি যাঁর নাম, তিনি সাইফ হাসান। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখন সাইফ—এমন অর্জন তাঁর ক্যারিয়ারে প্রথম। ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই এই উত্থান।
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজে দলে ফিরে সাইফ যেন এক নতুন রূপে হাজির হন। ভারতের বিপক্ষে তাঁর ৫৩ রানের ইনিংস, শ্রীলঙ্কার বিপক্ষে দায়িত্বশীল ফিফটি, আর সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে আরও এক অর্ধশতক সব মিলিয়ে তাঁর ব্যাট এখন ছন্দে গান গাইছে। এই ধারাবাহিকতার পুরস্কার মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়ে।
সাইফ হাসান বাংলাদেশের সেরা ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে
ক্যারিয়ারের প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ ২০-এ ঢুকেছেন সাইফ হাসান। ১৭ ধাপ এগিয়ে এখন তিনি ১৮ নম্বরে। এর আগে কোনো সময় এত উঁচুতে ওঠেননি এই ডানহাতি ওপেনার।
বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তিনিই এখন সবচেয়ে উঁচু র্যাঙ্কধারী।
তাঁর এই অগ্রযাত্রা দেশের ক্রিকেটের জন্য এক অনুপ্রেরণা। তরুণ ব্যাটার তানজিদ হাসানও উন্নতি করেছেন ৪৩ থেকে ৩৭ নম্বরে, পারভেজ হোসেন ইমন উঠেছেন ৭১ থেকে ৫৩ নম্বরে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার টিম রবিনসন সেঞ্চুরির পর ৫৮ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা।
রশিদ খান, নাসুম ও মোস্তাফিজের র্যাঙ্কিংয়েও উন্নতি
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ছয় উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়েছেন আফগান তারকা রশিদ খান। এখন তিনি দুই নম্বরে, যা গত এক বছরের মধ্যে তাঁর সর্বোচ্চ অবস্থান।
একই সিরিজে নাসুম আহমেদের বড় লাফ ১৩১তম থেকে উঠে এসেছেন ৪৪তম স্থানে। বাংলাদেশের সেরা বোলার হিসেবে এখনো মোস্তাফিজুর রহমানই এগিয়ে আছেন ১২ নম্বরে।
স্পিনার নুর আহমেদ ১৭তম, মুজিব উর রেহমান ২৩তম স্থানে। বাংলাদেশের তানজিম হাসান নয় ধাপ এগিয়ে ৩৩তম, শরীফুল ইসলাম ২১ ধাপ লাফিয়ে এখন ৪৯তম স্থানে।
জাদেজা ও সিরাজের ঝলক টেস্ট র্যাঙ্কিংয়ে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে সেঞ্চুরি করে ক্যারিয়ারের সেরা ব্যাটিং র্যাঙ্কিং পেয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তাঁর অবস্থান এখন ২৫ নম্বরে।
অলরাউন্ডার হিসেবে তিনি আগের মতোই শীর্ষে আছেন। অন্যদিকে, মোহাম্মদ সিরাজ তিন ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন, যা তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ স্থান।
আরো পড়ুন: শমিত সোম ঢাকায় পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।
সংক্ষিপ্ত বিশ্লেষণ
বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের এই উত্থান নিঃসন্দেহে ইতিবাচক বার্তা দেয়। বিশেষ করে সাইফ হাসানের ধারাবাহিকতা প্রমাণ করছে, ধৈর্য আর পরিশ্রমের ফল একদিন আসবেই।
আইসিসি র্যাঙ্কিংয়ে তাঁর এই সাফল্য কেবল ব্যক্তিগত নয় এটি বাংলাদেশের ক্রিকেটের সম্ভাবনার প্রতীক।