আজ রাতেই আকাশে দেখা যাবে এক বিশেষ মহাজাগতিক দৃশ্য—চন্দ্রগ্রহণ বা রক্তচাঁদ। ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই চন্দ্রগ্রহণ প্রায় ৪৮ মিনিটেরও বেশি সময় ধরে দৃশ্যমান থাকবে। আকাশপানে তাকালে সাধারণ মানুষ ও জ্যোতির্বিজ্ঞানপ্রেমীরা আজ উপভোগ করতে পারবেন বিরল এই মহাজাগতিক সৌন্দর্য।
চন্দ্রগ্রহণ কতক্ষণ স্থায়ী হবে?
বিশেষজ্ঞদের মতে, দিল্লি থেকে দেখা যাবে রাত ৮টা ৫৮ মিনিটে গ্রহণের প্রথম ধাপ শুরু। রাত ৯টা ৫৭ মিনিটে আংশিক গ্রহণ শুরু হয়ে ধীরে ধীরে বাড়বে। মূল বা সর্বোচ্চ গ্রহণ হবে রাত ১১টা ৪৮ মিনিটে, যা প্রায় ৪৮ মিনিট স্থায়ী হবে। এটি হবে ২০২২ সালের পর সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণ চন্দ্রগ্রহণ।
কোথায় কোথায় দেখা যাবে ‘রক্তচাঁদ’
এই গ্রহণ শুধু ভারত বাংলাদেশ নয়, অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, দূর প্রাচ্য ও আফ্রিকার কিছু অঞ্চল থেকেও দৃশ্যমান হবে। তবে আমেরিকা মহাদেশের বাসিন্দারা এই দৃশ্য দেখতে পারবেন না।
আরো পড়ুন: সাহসিকতার নতুন মাত্রা: ওয়েব সিরিজ Shahad Part 2 দর্শকদের মন জয় করছে
কেন লাল দেখায় চাঁদকে?
বিশেষজ্ঞদের মতে, সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় এলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। তখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে প্রতিফলিত হয়ে চাঁদে পৌঁছায়। নীল আলো সহজেই ছিটকে যায়, কিন্তু লাল আলো চাঁদের উপর পড়ে তাকে দেয় এক রহস্যময় রক্তিম আভা। এ কারণেই গ্রহণের সময় চাঁদকে বলা হয় ‘Blood Moon’।
খালি চোখে দেখা যাবে গ্রহণ
সৌরগ্রহণের মতো বিশেষ চশমা বা যন্ত্রপাতির প্রয়োজন নেই। পরিষ্কার আকাশ ও খোলা জায়গা থেকে খালি চোখেই দেখা যাবে এই দৃশ্য। তাই আজ রাতে মহাজাগতিক সৌন্দর্য উপভোগে আকাশপানে তাকাতে পারেন আপনি।

