Friday, September 26, 2025
Homeরউফ-অভিষেকের উত্তেজনা আম্পায়ারের হস্তক্ষেপে সামলালেন পরিস্থিতি।

রউফ-অভিষেকের উত্তেজনা আম্পায়ারের হস্তক্ষেপে সামলালেন পরিস্থিতি।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। গত রাতের লড়াইয়ে ঠিক এমনই এক নাটকীয় মুহূর্ত তৈরি হয় যখন পাকিস্তানের পেসার হারিস রউফ ও ভারতের ওপেনার অভিষেক শর্মা মুখোমুখি বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ইনিংসের পঞ্চম ওভারে এই ঘটনাটি এতটাই তীব্র হয়ে ওঠে যে, বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলকে মাঝখানে এসে পরিস্থিতি সামাল দিতে হয়।

হারিস রউফ ও অভিষেক শর্মার সংঘাত

ভারতের ইনিংসের সময় রউফ বোলিং করতে এসে এক পর্যায়ে অভিষেক শর্মার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। শুবমান গিল একটি চার মারার পর কিছু বললে রউফও প্রতিক্রিয়া দেন। ঠিক সেই মুহূর্তে অভিষেক শর্মা সরাসরি রউফকে উদ্দেশ্য করে কিছু বলেন। উত্তেজিত হয়ে ওঠেন রউফও। দুজন মুখোমুখি দাঁড়িয়ে চোখ রাঙানো ও আঙুল তোলার দৃশ্য তৈরি হলে পরিবেশ একেবারে হাতাহাতির দিকেই এগিয়ে যাচ্ছিল।

আম্পায়ারের তৎপরতায় ঠাণ্ডা হলো পরিস্থিতি

ঠিক সেই সময় গাজী সোহেল এগিয়ে এসে রউফকে সরিয়ে দেন এবং খেলোয়াড়দের শান্ত করেন। মাঠে তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিবেশ কিছুটা সময়ের জন্য গ্যালারিতেও আলোড়ন তোলে। দর্শকরা বুঝতে পারছিলেন আরেকটু হলেই দৃশ্যটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল।

আরো পড়ুন : ভারতের বিপক্ষে নামার আগে ভেঙে পড়া ড্রেসিংরুমে মনোবিদের শরণে পাকিস্তান ক্রিকেটাররা।

৬ উইকেটের জয়ে ভারতকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া অভিষেক শর্মা (৩৯ বলে ৭৪ রান) ম্যাচ শেষে বলেন,
“আজ ব্যাপারটা খুবই সহজ ছিল। তারা কোনো কারণ ছাড়াই আমাদের ওপর চাপ তৈরি করছিল। আমার একদম ভালো লাগেনি। আর জবাব দেওয়ার একটাই উপায় ছিল খেলার ভেতরে।”

সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি একই মনোভাব প্রকাশ করেন। ম্যাচের কিছু ছবি পোস্ট করে অভিষেক লিখেছেন তোমরা কথা বলো, আমরা জিতি।”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ