Friday, October 3, 2025
Homeরংপুরের বিপক্ষে বড় জয়ের আনন্দে উদযাপন করছে ঢাকা বিভাগ।

রংপুরের বিপক্ষে বড় জয়ের আনন্দে উদযাপন করছে ঢাকা বিভাগ।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে দারুণ শুরু করল ঢাকা বিভাগ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রংপুর বিভাগের বিপক্ষে ম্যাচে ঢাকা বনাম রংপুর লড়াইয়ে ৭১ রানের বড় জয় পেয়েছে তারা। ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি বল হাতেও নায়ক হয়ে উঠলেন মোসাদ্দেক হোসেন।

ঢাকার ইনিংসে মোসাদ্দেক-আরিফুলের জুটি

প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ২০ ওভারে তোলে ৩ উইকেটে ১৭১ রান। দলের রানভিত্তি গড়ে দেন তিন নম্বরে নামা আরিফুল ইসলাম ও অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। ৬৭ রানে ৩ উইকেট হারানোর পর এই দুই ব্যাটসম্যান যোগ করেন অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটি।

  • আরিফুল খেলেন ধীরস্থির ইনিংস, ৪৯ বলে ৫৯ রানে অপরাজিত থেকে যান। ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা।
  • অন্যদিকে মোসাদ্দেক খেলেন ঝোড়ো ইনিংস। মাত্র ২৮ বলে ফিফটি তুলে নেন এবং শেষ পর্যন্ত ৩২ বলে অপরাজিত ৬৪ রান করেন। শেষ ওভারে আবদুল গাফফারের টানা দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে দলের রান ১৭০–এর ঘরে নিয়ে যান তিনি।

১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারেই ছন্দ খুঁজে পায়নি রংপুর বিভাগ। ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তিনে নেমে নাঈম ইসলাম ৩৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকলেও অন্য প্রান্তে কেউ দাঁড়াতে পারেননি। দশ নম্বরে নামা আবু হাশিম কিছুটা লড়াই করেন, ২৫ রান করেই ফেরেন বোল্ড হয়ে। শেষ পর্যন্ত ১৭.১ ওভারে মাত্র ১০০ রানে থেমে যায় রংপুরের ইনিংস।

বল হাতেও নায়ক মোসাদ্দেক

ব্যাট হাতে ম্যাচ জেতানোর পর বল হাতেও অবদান রাখেন মোসাদ্দেক। মাত্র ১ বল করে তুলে নেন একটি উইকেট। ঢাকার হয়ে তাইবুর রহমান নেন ৩টি এবং রিপন মণ্ডল নেন ২টি উইকেট।

আরো পড়ুন : নতুন মৌসুমের প্রথম ম্যাচেই ড্রয়ে থেমে গেল আবাহনী।

ম্যাচের ফল

  • ঢাকা বিভাগ: ২০ ওভারে ১৭১/৩ (মোসাদ্দেক ৬৪*, আরিফুল ৫৯*, মাহিদুল ২২)
  • রংপুর বিভাগ: ১৭.১ ওভারে ১০০/৯ (নাঈম ২৬*, হাশিম ২৫, আলাউদ্দিন ২১)
  • ফল: ঢাকা বিভাগ ৭১ রানে জয়ী
  • ম্যান অব দ্য ম্যাচ: মোসাদ্দেক হোসেন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ