ফুটবল মাঠে বিমান বিধ্বস্ত হয়ে আতঙ্ক ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে লং বিচ শহরের হার্টওয়েল পার্কে এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমানটি দুর্ঘটনায় পড়ে। এতে দুজন আহত হয়েছেন, যাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা মাঝারি হলেও স্থিতিশীল। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত না হলেও তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।
ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, একক ইঞ্জিনের ছোট বিমানটি মুরিয়েটার ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। বিকেল ৪টার দিকে বিমানটি লং বিচের হার্টওয়েল পার্কের ফুটবল মাঠে আছড়ে পড়ে।
লং বিচ ফায়ার ডিপার্টমেন্ট জানায়, বিধ্বস্ত হওয়ার পর দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক বৃদ্ধ পুরুষ আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পার্কে অবস্থানরত এক নারীও বিমানের ধ্বংসাবশেষের ধাক্কায় আহত হন। তাকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পরপরই ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) ও স্থানীয় কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত শুরু করেছে। তারা বিমানটির যান্ত্রিক ত্রুটি নাকি মানবিক ভুল কোন কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছেন।
আরো পড়ুন : সিনওয়ারের মৃত্যুবার্ষিকীতে ঘোষণায় আত্মবিশ্বাস ও বন্দি মুক্তির দাবি
বিশেষজ্ঞদের মতে, এসব দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।