Sunday, November 23, 2025
Homeযশোর-৩ আসনের ভোটের ইতিহাস- ক্ষমতা পালাবদল

যশোর-৩ আসনের ভোটের ইতিহাস- ক্ষমতা পালাবদল

যশোর-৩ আসনটি জেলার কেন্দ্রবিন্দু হওয়ায় এটি সবসময়ই রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এই আসনে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলেরই শক্তিশালী প্রভাব দেখা যায়।

নির্বাচনবিজয়ী সদস্যরাজনৈতিক দলবিশেষ মন্তব্য
১৯৭৩জে. কে. এম. এ. আজিজবাংলাদেশ আওয়ামী লীগপ্রথম সংসদ নির্বাচন।
১৯৭৯মোহাম্মদ এবাদত হোসেন মন্ডলবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
১৯৯১রওশন আলীবাংলাদেশ আওয়ামী লীগগণতন্ত্র পুনরুদ্ধারের পর আওয়ামী লীগের জয়।
ফেব্রুয়ারি ১৯৯৬তরিকুল ইসলামবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)স্বল্পস্থায়ী নির্বাচন।
জুন ১৯৯৬আলী রেজা রাজুবাংলাদেশ আওয়ামী লীগ
২০০১তরিকুল ইসলামবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এই অঞ্চলের প্রভাবশালী নেতা তরিকুল ইসলামের জয়।
২০০৮খালেদুর রহমান টিটোবাংলাদেশ আওয়ামী লীগনবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বড় জয়।
২০১৪কাজী নাবিল আহমেদবাংলাদেশ আওয়ামী লীগদশম জাতীয় সংসদ নির্বাচন।
২০১৮কাজী নাবিল আহমেদবাংলাদেশ আওয়ামী লীগএকাদশ জাতীয় সংসদ নির্বাচন।
২০২৪কাজী নাবিল আহমেদবাংলাদেশ আওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

দ্বিদলীয় প্রভাব: এই আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নিয়মিতভাবে ক্ষমতার পালাবদল হয়েছে। বিশেষ করে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দুই দলের প্রভাবশালী প্রার্থীরা পালাক্রমে জয়ী হয়েছেন।

আরো পড়ুন : চট্টগ্রাম-১৩ আসন বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল

ভোটার সংখ্যা (২০২৪): এই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় ৪ লাখ ৯ হাজার ৬২৪ জন।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ