Monday, November 17, 2025
Homeমৌলভীবাজারে হিজাব কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারে হিজাব কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ২০ শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনায় মৌলভীবাজারে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা অভিযুক্ত শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরাও অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার হলো হিজাব পরা। কিন্তু শুধুমাত্র হিজাব পরার কারণে শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনা মৌলিক ও নাগরিক অধিকারে হস্তক্ষেপ। মুসলিম প্রধান দেশে হিজাবকে অপরাধ হিসেবে দেখার মানসিকতা অগ্রহণযোগ্য।

আরো পড়ুন:

জামায়াতের সঙ্গে বিএনপির জোটের সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ

তারা বলেন, “এ ধরনের ঘটনা শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, শিক্ষার পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে। অভিযুক্ত শিক্ষিকাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।”

এ সময় বক্তব্য রাখেন শিক্ষিকা সেলিনা আক্তার মনি, মৌলভীবাজার মহিলা কলেজের শিক্ষার্থী তানিয়া মুসান্না, তারিন আক্তার ও সৈয়দা তাহমিনা জান্নাতসহ আরও অনেকে।

অভিভাবকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিয়ে বৈষম্যমূলক আচরণ শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই দ্রুত এ ঘটনার তদন্ত করে দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ