ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ২০ শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনায় মৌলভীবাজারে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা অভিযুক্ত শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার হলো হিজাব পরা। কিন্তু শুধুমাত্র হিজাব পরার কারণে শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনা মৌলিক ও নাগরিক অধিকারে হস্তক্ষেপ। মুসলিম প্রধান দেশে হিজাবকে অপরাধ হিসেবে দেখার মানসিকতা অগ্রহণযোগ্য।
আরো পড়ুন:
জামায়াতের সঙ্গে বিএনপির জোটের সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ
তারা বলেন, “এ ধরনের ঘটনা শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, শিক্ষার পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে। অভিযুক্ত শিক্ষিকাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।”
এ সময় বক্তব্য রাখেন শিক্ষিকা সেলিনা আক্তার মনি, মৌলভীবাজার মহিলা কলেজের শিক্ষার্থী তানিয়া মুসান্না, তারিন আক্তার ও সৈয়দা তাহমিনা জান্নাতসহ আরও অনেকে।
অভিভাবকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিয়ে বৈষম্যমূলক আচরণ শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই দ্রুত এ ঘটনার তদন্ত করে দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।