ভারতের একটি সংবাদ চ্যানেল নিউজ ১৮কে একটি সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে করা হুশিয়ারি দিলেন। তিনি বললেন কথা সাবধানে বললবেন। কারণ ভারতের বিরুদ্ধে বা ভারতকে নিয়ে কোন কুমন্তব্য করা চলবে না।
ইউনুস ক্ষমতায় আসার পরে থেকে অনেকভাবেই ভারতকে নিয়ে মন্তব্য করেছেন। ভারত এ বিষয়ে এতদিন কোন কথা বলেনি। কারণ আমরা চাইনা আমাদের প্রতিবেশি দেশ বাংলাদেশের সাথে কোন ঝড়গা বিবাধ করতে। কিন্তু ভারত কিন্তু যে কোন পরিস্থিতি মোবাবেলা করতে ভয় পায় না, এটা মনে রাখবেন।
আরো পড়ুন: শেখ হাসিনার বার্তা: ম্যাগাজিন দ্য উইক
ভারতকে নিয়ে বাজে মন্তব্য আর তারা সহ্য করবে না, এমনই একটা কড়া বার্তা দিয়ে দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং,

