Wednesday, September 17, 2025
Homeমোদির জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানালেন ভারতীয় প্রধানমন্ত্রী

মোদির জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানালেন ভারতীয় প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন আজ বুধবার (১৭ সেপ্টেম্বর)। জন্মদিনের আগের রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে মোদিকে শুভেচ্ছা জানান। এই বার্তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোদি নিজেই।

জন্মদিনের আগের রাতেই ফোন

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ট্রাম্পের কাছ থেকে শুভেচ্ছাবার্তা পান প্রধানমন্ত্রী মোদি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, “৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।”

মোদি আরও জানান, ভারত-আমেরিকার সমঝোতা ও বৈশ্বিক অংশীদারিত্বকে তিনি নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। একইসঙ্গে রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে ট্রাম্পের উদ্যোগকে সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক টানাপড়েনের পর ইতিবাচক ইঙ্গিত

প্রায় তিন মাস পর—গত ১৭ জুনের পর—প্রথমবার ফোনে কথা হলো মোদি ও ট্রাম্পের। এর আগে, বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি ছিল, গত কয়েক সপ্তাহে অন্তত চারবার ফোন করেছিলেন ট্রাম্প, কিন্তু তখন মোদি সাড়া দেননি।

আরো পড়ুন: আজকের রাশিফল ১৭ সেপ্টেম্বর ২০২৫: আজকের দিন কেমন যাবে জানুন

যুক্তরাষ্ট্র-ভারতের বাণিজ্যিক সম্পর্কের টানাপড়েনের মধ্যেই এ ফোনালাপকে অনেকেই ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশেষ করে মোদির জন্মদিনে ট্রাম্পের সরাসরি শুভেচ্ছা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ