Monday, November 17, 2025
Homeমেসির জোড়া গোলের নৈপুণ্যে মায়ামির দুর্দান্ত জয়

মেসির জোড়া গোলের নৈপুণ্যে মায়ামির দুর্দান্ত জয়

লিওনেল মেসির জোড়া গোলেই ফিরল মায়ামির জয়ের হাসি। আর্জেন্টিনার হয়ে বিশ্রাম পেলেও মেজর লিগ সকারে (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে ছিলেন পুরোপুরি সক্রিয় এই আর্জেন্টাইন সুপারস্টার। আটলান্টার বিপক্ষে ৪–০ ব্যবধানে বড় জয় তুলে নেয় মায়ামি, যেখানে জোড়া গোলের পাশাপাশি এক অ্যাসিস্টও করেছেন মেসি।

চেজ স্টেডিয়ামে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে মায়ামি। ম্যাচের ৩৯ মিনিটে বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে গোল করেন মেসি। বিরতির পর ৫২ মিনিটে জর্দি আলবার গোলে সহায়তা করেন তিনি, যা মেসির ক্যারিয়ারের ৩৯৬তম অ্যাসিস্ট। এরপর সুয়ারেজের দূরপাল্লার শটে তৃতীয় গোলের পর ৮৭ মিনিটে আবার আলবার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি এমএলএসে এটি তাঁর ২৬তম গোল, যা লিগের সর্বোচ্চ।

আরো পড়ুন :বাংলাদেশের দল পৌঁছেছে জাতীয় স্টেডিয়ামে, আজ ম্যাচের প্রস্তুতি সম্পন্ন

ম্যাচ শেষে অবসর নেওয়া জর্দি আলবাকে বিদায়ী সংবর্ধনা দেয় ক্লাবটি। তাকে ঘিরে আবেগঘন ভিডিও প্রদর্শনের সময় সতীর্থদের চোখে-মুখেও ছিল স্মৃতির ঝলক। আলবা বলেছেন, ‘এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি।’ ইন্টার মায়ামি এখন ১৯ অক্টোবর নাশভিলের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলবে।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ