লিওনেল মেসির জাদুতে আবারও দারুণ জয় পেল ইন্টার মায়ামি। নিউইয়র্ক সিটি এফসির মাঠে ৪-০ গোলের জয়ে দলকে প্লে অফে তুলেছেন আর্জেন্টাইন সুপারস্টার। দুটি গোল করেছেন, একটি করিয়েছেন তাতেই এমএলএসে গড়েছেন নতুন ইতিহাস। টানা দুই মৌসুমে অন্তত ৩৫ গোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় এখন মেসি। তাঁর পারফরম্যান্সে ইস্টার্ন কনফারেন্সে তিনে উঠে এসেছে ইন্টার মায়ামি।
মেসির ইতিহাস গড়া রাত
প্রথমার্ধে দুর্দান্ত পাসে ব্যালটাজার রদ্রিগেজকে দিয়ে গোল করান মেসি। দ্বিতীয়ার্ধে করেন জোড়া গোল। এমএলএস ইতিহাসে তিনি এখন চতুর্থ খেলোয়াড়, যিনি এক মৌসুমে আট ম্যাচে একাধিক গোল করলেন।
আরো পড়ুন : এশিয়া কাপে ফাইনালের টিকিটের লড়াই: বাংলাদেশ না পাকিস্তান?
মায়ামির গোল উৎসব
মেসির সঙ্গে স্কোরশিটে নাম লেখান লুইস সুয়ারেজও। টানা তৃতীয় জয় তুলে নেওয়া মায়ামি এই মৌসুমে লিগে সর্বোচ্চ ৬৪ গোল করেছে। এতে গোল ব্যবধান আরও স্পষ্ট হলো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে।
প্লে-অফের লড়াইয়ে সুযোগ
২৩ ম্যাচে ২৪ গোল করা মেসি এখন লিগের শীর্ষ গোলদাতা। ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তিনে আছে ইন্টার মায়ামি। এবার সাপোর্টার্স শিল্ড জেতার দারুণ সুযোগ তৈরি করেছে দলটি।