Friday, September 26, 2025
Homeমেটা নিয়ে আসলো স্মার্ট চশমা: রয়েছে ৩ হাজার ভিডিও ও দিগুণ ব্যাটারির...

মেটা নিয়ে আসলো স্মার্ট চশমা: রয়েছে ৩ হাজার ভিডিও ও দিগুণ ব্যাটারির শক্তি

জনপ্রিয় রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসেস এবার নতুন সংস্করণে আসছে। Gen 2 নামে আসা এই মডেলে ব্যাটারি লাইফ দ্বিগুণ বাড়ানো হয়েছে এবং ভিডিও রেকর্ডিং ক্ষমতা উন্নত করে 3K রেজোলিউশন যুক্ত করা হয়েছে। নতুন এই ডিভাইসের দাম ধরা হয়েছে ৩৭৯ ডলার, যা আগের মডেলের চেয়ে বেশি।

দীর্ঘস্থায়ী ব্যাটারি

প্রথম প্রজন্মের রে-ব্যান মেটা চশমা এক চার্জে প্রায় ৪ ঘণ্টা ব্যবহার করা যেত। কিন্তু নতুন Gen 2 সংস্করণে সেই সময় বেড়ে হয়েছে সর্বোচ্চ ৮ ঘণ্টা। চার্জিং কেসও আরও শক্তিশালী হয়েছে—এবার এটি সর্বোচ্চ ৪৮ ঘণ্টা পর্যন্ত চার্জ সংরক্ষণ করতে পারে, যা আগের ৩২ ঘণ্টা থেকে অনেক বেশি। দ্রুত চার্জিং সুবিধায় মাত্র ২০ মিনিটে ৫০ শতাংশ চার্জ পাওয়া যায়।

উন্নত ক্যামেরা ও ভিডিও

রে-ব্যান মেটা জেন ২-এ ভিডিও রেকর্ডিং ক্ষমতায় বড় পরিবর্তন এসেছে। এখন সর্বোচ্চ 3K রেজোলিউশন-এ (৩০ ফ্রেম প্রতি সেকেন্ডে) ভিডিও ধারণ করা সম্ভব। এছাড়া 1440p এ 30fps এবং 1200p এ 60fps রেকর্ডিংও করা যাবে। তবে ভিডিও কেবল উলম্ব (ভার্টিক্যাল) ফরম্যাটে সংরক্ষিত হবে। বছরের শেষ দিকে হাইপারল্যাপস ও স্লো-মোশন ভিডিও রেকর্ডিং ফিচারও যুক্ত হবে।

মেটা নিয়ে আসলো স্মার্ট চশমা রয়েছে ৩ হাজার ভিডিও ও দিগুণ ব্যাটারির শক্তি 2
মেটার নতুন স্মার্ট চশমা। ছবি: নাইন টু ফাইভ গুগল

নতুন ফিচার ও নকশা

‘Conversation Focus’ নামের নতুন ফিচার ব্যবহারকারীর সাথে কথা বলার সময় সামনের ব্যক্তির কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনাবে। Gen 2 স্মার্ট গ্লাসেস বাজারে এসেছে Wayfarer, Skyler এবং Headliner ফ্রেমে, যেখানে বিভিন্ন রঙের বিকল্পও রয়েছে। পুরোনো Gen 1 মডেল এখনও ২৯৯ ডলার থেকে বিক্রি হচ্ছে।

আরো পড়ুন: ৪৩০ পদে বাংলাদেশ নৌবাহিনীতে চাকুরীর নিয়োগ বিজ্ঞপ্তি

রে-ব্যান ছাড়াও, মেটা এবার Oakley-এর সাথে অংশীদারিত্বে নতুন Vanguard স্মার্ট গ্লাস এনেছে। এতে রয়েছে IP67 ধুলো ও পানিনিরোধক সার্টিফিকেশন, ১২২-ডিগ্রি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, আরও জোরালো স্পিকার, Garmin ইন্টিগ্রেশন এবং সর্বোচ্চ ৯ ঘণ্টা ব্যাটারি লাইফ। এর দাম শুরু হচ্ছে ৪৯৯ ডলার থেকে, যা এখনই প্রি-অর্ডার করা যাবে এবং অক্টোবর থেকে ডেলিভারি শুরু হবে।

দ্বিগুণ ব্যাটারি ব্যাকআপ, উন্নত ক্যামেরা ও নতুন ফিচার যুক্ত হওয়ায় Ray-Ban Meta Gen 2 স্মার্ট চশমা ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পাশাপাশি, Oakley Vanguard মডেলও প্রিমিয়াম বাজারে প্রতিযোগিতা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ