মুন্সীগঞ্জের সিরাজদীখানে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি অটোরিকশা গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ডাকাতদল মোট ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা লুট করে নিয়ে যায়।
ঘটনাস্থল ও ডাকাতির বর্ণনা
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, ৭–৮ জনের একটি ডাকাতদল প্রথমে আবুল হোসেনের গ্যারেজে হামলা চালায়। এ সময় শ্রমিক শাকিলকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা তিনটি অটোরিকশা লুট করে নেয়।
পরে একই ডাকাতদল পাশের আনাউল্লাহর গ্যারেজেও ঢুকে আরও তিনটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনার সময় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গ্যারেজ মালিক আবুল হোসেন বলেন, “প্রতিদিনের জীবিকার ভরসা ছিল গ্যারেজ। কিন্তু গ্যারেজ থেকে অটোরিকশা লুট হয়ে যাওয়ায় সব শেষ হয়ে গেল।”
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অটোরিকশাগুলো উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।