খুলনার মুজগুন্নির বাস্তুহারা কলোনীতে উচ্ছেদ অভিযান ঘিরে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাস্তুহারা কলোনী উচ্ছেদ করতে গেলে স্থানীয়দের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইট-পাটকেল নিক্ষেপ আর টিয়ারশেল ব্যবহারে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বাস্তুহারা মানুষের কান্না ও দাবি
স্থানীয়দের অভিযোগ—আগাম কোনো নোটিশ ছাড়াই তাদের উচ্ছেদ করতে আসে গৃহায়ন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী। তারা দাবি করেন, “আমাদের মাথা গোঁজার ঠাঁই না দিয়ে এভাবে উচ্ছেদ করা মানবিক নয়। আমরা কোথায় যাব? আগে একটা ব্যবস্থা করে দিন, তারপর আমরা স্থান ছাড়ব।”
সংঘর্ষের চিত্র

উচ্ছেদ অভিযানের সময় বাসিন্দারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। মুহূর্তেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। একাধিক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে এবং উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরো পড়ুন: ট্রাম্পের নতুন H-1B ভিসা আদেশে ভারত-চীন নাগরিকদের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ রিটার্ন
মানবিক সমাধানের দাবি
বাসিন্দারা বলছেন, তারা বিনা কারণে রাস্তার ভিখারি হয়ে যেতে চান না। তাদের একটাই চাওয়া—একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে তারপর উচ্ছেদ কার্যক্রম চালানো হোক। স্থানীয়দের দাবি, জীবিকার তাগিদে বহু বছর ধরে এই কলোনীতে বসবাস করছেন তারা। তাই মানবিক দিক বিবেচনায় বিকল্প আশ্রয় না দিয়ে জোর করে উচ্ছেদ অন্যায়।
প্রশাসনের অবস্থান
গৃহায়ন কর্তৃপক্ষের দাবি, সরকারি জমি অবৈধভাবে দখল করে বসবাস করছিলেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে সতর্ক করার পরও তারা জায়গা ছাড়েননি। তাই পরিকল্পিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের স্বার্থে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
এলাকার পরিস্থিতি
সংঘর্ষের কারণে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। অনেকে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন পাশের নিরাপদ স্থানে।