গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ ‘মঞ্চ ৭১’-এর আয়োজিত একটি অনুষ্ঠানের সময় সংঘটিত উত্তেজনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এই ঘটনাকে ‘মব সন্ত্রাস’ বলে আখ্যা দিয়েছেন।
বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে আনু মুহাম্মদ বলেন,
“আবার! একটি সাধারণ আলোচনাসভাতেও মব সন্ত্রাস! দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা বিষয় এলেই কিছু লোকের গায়ে জ্বালা ধরে।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী এবং বিএনপি থেকে সাময়িক পদ হারানো ফজলুর রহমান-এর বিরুদ্ধে মব সন্ত্রাস তাদের মুক্তিযোদ্ধা পরিচয়ের কারণে হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও আক্রান্ত হয়েছেন আলোচনাসভায় যোগ দেওয়ার অপরাধে।
মব সন্ত্রাস ও সরকারের ভূমিকা
আনু মুহাম্মদ বলেন, “আপনাদের ভিন্ন মত থাকলে একটার বিপরীতে দশটা আলোচনাসভা করতে পারেন। না, তা হবে না, কারণ ফ্যাসিবাদী ভাব এই পথে যায় না।” তিনি অভিযোগ করেন, লাঠিয়াল বাহিনী ও সন্ত্রাসীদের পরিচয় সরকারের অজানা নয়, এবং বহু ঘটনার ভিডিও রয়েছে যা দেখলে তাদের চিনে নেওয়া সহজ।
আরো পড়ুন: লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক না হলে জামায়াত নির্বাচনে অংশ নেবে না
তিনি আরও বলেন, “কিন্তু সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই। উল্টো, পুলিশ মব সন্ত্রাসীদের নয়, আক্রান্তদের ধরে নিয়ে যাচ্ছে, মামলা-অভিযোগ ছাড়াই।”
সরকারের প্রতি দাবী
আনু মুহাম্মদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, “অবিলম্বে মদদ দেওয়া বন্ধ করতে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকারের মদদ ছাড়া একের পর এক এই ধরনের ঘটনা অব্যাহত রাখা সম্ভব নয়।”
Disclaimer: প্রতিবেদনটি আনু মুহাম্মদ ও সংশ্লিষ্ট সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। এখানে প্রকাশিত মতামত ব্যক্তিগত এবং সাংবাদিকের নয়।