Friday, September 26, 2025
Homeমাহিন্দ্রার ঘোষণা: E20 জ্বালানি নিয়ে থাকছে পূর্ণাঙ্গ ওয়ারেন্টি সুরক্ষা

মাহিন্দ্রার ঘোষণা: E20 জ্বালানি নিয়ে থাকছে পূর্ণাঙ্গ ওয়ারেন্টি সুরক্ষা

ভারতে ধাপে ধাপে চালু হতে যাচ্ছে E20 জ্বালানি। এ নিয়ে গাড়ির কার্যক্ষমতা ও ওয়ারেন্টি নিয়ে গ্রাহকদের মনে যে প্রশ্ন তৈরি হয়েছে, তার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে মাহিন্দ্রা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই জ্বালানি ব্যবহারের ফলে গ্রাহকদের ওয়ারেন্টি সুরক্ষায় কোনো প্রভাব পড়বে না।

মাহিন্দ্রার সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের ইঞ্জিনগুলো বর্তমান মানদণ্ডের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। ২০২৫ সালের ১ এপ্রিলের পর উৎপাদিত সব গাড়িই ই–২০ জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষভাবে ক্যালিব্রেট করা হয়েছে, যাতে ত্বরণ (অ্যাকসেলারেশন) ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত হয়।

আরো পড়ুন: আসছে ৩টি Mahindra কম্প্যাক্ট SUV যা দেখার অপেক্ষায় সবাই

তবে ২০২৫ সালের এপ্রিলের আগে উৎপাদিত গাড়িগুলোও নিরাপদে চালানো যাবে বলে জানায় প্রতিষ্ঠানটি। যদিও এসব গাড়ির ত্বরণ বা জ্বালানি দক্ষতায় সামান্য পরিবর্তন দেখা যেতে পারে, যা নির্ভর করবে চালকের ড্রাইভিং স্টাইলের ওপর।

সবচেয়ে বড় আশঙ্কা ছিল ওয়ারেন্টি নিয়ে। এ বিষয়ে মাহিন্দ্রা নিশ্চিত করেছে, ই–২০ জ্বালানি ব্যবহারের কারণে কোনো গ্রাহক তাদের গাড়ির ওয়ারেন্টি সুবিধা থেকে বঞ্চিত হবেন না। প্রতিষ্ঠানটির ভাষায়, “একজন দায়িত্বশীল নির্মাতা হিসেবে মাহিন্দ্রা সব ধরনের ওয়ারেন্টি প্রতিশ্রুতি অটুট রাখবে।”

জ্বালানির বিকল্প উৎস ও পরিবেশবান্ধব সমাধানে সরকারিভাবে নেওয়া পদক্ষেপে দীর্ঘদিন ধরেই সহায়তা করে আসছে মাহিন্দ্রা। প্রতিষ্ঠানটি বলছে, টেকসই ভবিষ্যতের লক্ষ্যে তারা সবসময় উদ্ভাবনী অটোমোবাইল সমাধান আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ