Thursday, October 9, 2025
Homeতাবিথ আউয়াল ও মাহফুজা আক্তার কিরণ ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে

তাবিথ আউয়াল ও মাহফুজা আক্তার কিরণ ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেয়েছেন। একই সাথে বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ নির্বাচিত হয়েছেন ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটিতে। বুধবার (৮ অক্টোবর) নেপাল ফুটবল ফেডারেশন তাদের কর্মকর্তাদের ফিফা কমিটিতে অন্তর্ভুক্তির খবর প্রকাশ করে। বাফুফে কিছুক্ষণ পরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের দুই কর্মকর্তার মনোনয়ন নিশ্চিত করে।

ফিফার কমিটির গুরুত্ব

তাবিথ আউয়াল যে কমিটিতে জায়গা পেয়েছেন, তা মূলত কাজ করে বিশ্ব ফুটবলে প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত বিষয় নিয়ে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন, এবং ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে আছেন ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ।

এই কমিটিতে তাবিথ আউয়ালের সঙ্গে রয়েছে বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, রাশিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধি।

মাহফুজা আক্তার কিরণের নতুন দায়িত্ব

মাহফুজা আক্তার কিরণ ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটিতে নির্বাচিত হয়েছেন। এই কমিটিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি রয়েছেন, যেমন ইয়েমেন, কঙ্গো, কোরিয়া ডিপিআর, কম্বোডিয়া, পেরু, ইরান, নেপাল, জাম্বিয়া, আরুবা, মার্কিন সামোয়া, গ্রেনাডা, ল্যাটভিয়া ইত্যাদি।

আরো পড়ুন:ভক্তদের সঙ্গে হামজা—সেলফি ও হাসিমুখে অভিবাদন।

ফিফার এই পদে নির্বাচিত হওয়া বাংলাদেশের ফুটবলের জন্য একটি বড় গৌরবের বিষয়। দেশের ফুটবল প্রশাসন ও নারীদের ফুটবল উন্নয়নের ক্ষেত্রে এটি নতুন সম্ভাবনার দরজা খুলেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ