মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রোববার গাজার প্রতি একাত্মতা প্রকাশ করে ২৩,৬০০,০০০ ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন।
কলালামপুরের সড়কে হাজার হাজার মানুষ সমাবেশে অংশ নেন, যেখানে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত ছিলেন। বক্তৃতায় তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বিনেম নেতে নয়াহুর কর্মকাণ্ডকে কঠোর নিন্দা জানান। গাজার নিরপরাধ শিশু ও সাধারণ মানুষদের ওপর বর্বরতা চালানোকে তিনি নিষ্ঠুর ও উন্মাদ হিসেবে আখ্যা দিয়েছেন।
আরো পড়ুন:
গণপুর থানা হত্যাকাণ্ড: তোহিদ আফ্রিদি বরিশাল থেকে গ্রেপ্তার, ঢাকায় তোলা হতে পারে
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একই সঙ্গে নিরাপরাধ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এর আগে মালয়েশিয়া ফিলিস্তিনকে প্রায় একশো মিলিয়ন রিংগিত, অর্থাৎ ২৩.৬ মিলিয়ন ডলারের সমমানের অর্থ সহায়তা প্রদান করেছিল।