ভারতের বাজারে মারুতি সুজুকি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন প্রজন্মের এসইউভি ভিক্টরিস। নয়াদিল্লিতে গত সপ্তাহে এর প্রথম প্রকাশ হয়। কয়েক মাসের মধ্যেই দাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে কোম্পানি। ইতিমধ্যে ১১ হাজার রুপি অগ্রিম জমা দিয়ে দেশজুড়ে বুকিং শুরু হয়েছে।
হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটসের প্রতিদ্বন্দ্বী
মারুতির এই নতুন ভিক্টরিস মূলত গ্র্যান্ড ভিটারা মডেলের কিছু প্রযুক্তি ব্যবহার করেছে। এটি বাজারে হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটস ও এমজি অ্যাস্টরের মতো জনপ্রিয় এসইউভির সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে আসছে। ভিক্টরিস থাকবে মারুতি সুজুকির এরিনা শোরুমগুলোতে।
ভিক্টরিসের শীর্ষ ৬ ফিচার
১. লেভেল-২ এডিএএস প্রযুক্তি

ভিক্টরিস হলো মারুতি সুজুকির প্রথম এসইউভি যেখানে লেভেল-২ এডিএএস যুক্ত হয়েছে। এতে ১০টিরও বেশি উন্নত নিরাপত্তা ফিচার রয়েছে—যেমন অটোমেটিক এমার্জেন্সি ব্রেক, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট, হাই বিম অ্যাসিস্ট, ব্লাইন্ড স্পট মনিটর ও লেন চেঞ্জ অ্যালার্ট।
২. স্ট্যান্ডার্ড ৬ এয়ারব্যাগ

নিরাপত্তায় ছাড় দিচ্ছে না মারুতি। ভিক্টরিসের সব ভ্যারিয়েন্টেই থাকছে ৬টি এয়ারব্যাগ। প্রতিদ্বন্দ্বী এসইউভিগুলোর মতোই এটি যাত্রীদের সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।
৩. স্মার্ট পাওয়ারড টেলগেট

উচ্চতর ভ্যারিয়েন্টে থাকছে হ্যান্ডস-ফ্রি পাওয়ারড টেলগেট। কিক জেসচার, কী ফব সুইচ, ড্যাশবোর্ড সুইচসহ বিভিন্ন উপায়ে এটি খোলা বা বন্ধ করা যাবে। নিরাপত্তার জন্য রয়েছে অ্যান্টি-পিঞ্চ প্রযুক্তি।
আরো পড়ুন: Kia Cars দামে বড় ছাড়, জিএসটি কেটে ৪.৫ লাখ টাকা পর্যন্ত সাশ্রয়
৪. ৮-স্পিকার ইনফিনিটি সাউন্ড সিস্টেম

ভিক্টরিসে দেওয়া হয়েছে হারমান ডেভেলপ করা ৮-স্পিকার ইনফিনিটি সাউন্ড সিস্টেম। ডলবি অ্যাটমস ৫.১ সারাউন্ড সাউন্ডসহ এই সিস্টেমে রয়েছে সাব-উফার ও ৮-চ্যানেল অ্যাম্প্লিফায়ার। মারুতির ভাষায় এটি একটি “থিয়েটার অন হুইলস”।
৫. ৬৪ রঙের অ্যাম্বিয়েন্ট লাইটিং

ভিক্টরিসে প্রথমবারের মতো সেগমেন্টে যুক্ত হয়েছে ৬৪ রঙের কাস্টমাইজেবল অ্যাম্বিয়েন্ট লাইটিং। প্রতিদ্বন্দ্বী এসইউভিতে যেখানে নির্দিষ্ট এক বা দুই রঙের লাইটিং থাকে, সেখানে মারুতি দিয়েছে আরও বিস্তৃত অপশন।
৬. স্মার্টপ্লে প্রো এক্স ইনফোটেইনমেন্ট সিস্টেম

১০.১ ইঞ্চির টাচস্ক্রিন ইউনিটে থাকছে স্মার্টপ্লে প্রো এক্স ইনফোটেইনমেন্ট সিস্টেম। এতে ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, ৩৫টিরও বেশি অ্যাপ, অ্যালেক্সা ভয়েস এআই এবং ওটিএ আপডেট সুবিধা রয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে সুজুকি কানেক্ট যেখানে ৬০টিরও বেশি কানেক্টেড ফিচার আছে।
মারুতি সুজুকি ভিক্টরিস আধুনিক ফিচার, উন্নত নিরাপত্তা এবং প্রিমিয়াম অভিজ্ঞতা দিয়ে ভারতের এসইউভি সেগমেন্টে শক্ত অবস্থান নিতে চায়। দাম ঘোষণা হওয়ার পর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে এর মূল প্রতিযোগিতা শুরু হবে।
Disclaimer: এই তথ্য শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। গাড়ির দাম, ফিচার এবং উপলব্ধতা সময় অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

