দুই সপ্তাহের অপেক্ষা। পায়ের চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে ফুটবলের সবচেয়ে বড় তারকাকে। অবশেষে ফিরলেন লিওনেল মেসি আর ফিরেই বদলে দিলেন ম্যাচের গল্প।
ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয়ার্ধে বদলি নেমে ৪৫ মিনিট খেলেছেন তিনি। এই অল্প সময়েই গোল করলেন, করালেনও। তাঁর নৈপুণ্যে মেজর লিগ সকারে (এমএলএস) লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারাল ইন্টার মায়ামি।
প্রত্যাবর্তনের গল্প
গত ২ আগস্ট লিগস কাপে নেকাখসার বিপক্ষে চোট পান মেসি। মাত্র ১১ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয় তাঁকে। এরপর টানা কয়েকটি ম্যাচে ছিলেন অনুপস্থিত। সমর্থকরা অপেক্ষায় ছিলেন কবে ফিরবেন তাঁদের প্রিয় আর্জেন্টাইন। সেই অপেক্ষার অবসান হলো আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে।
আরো পড়ুন: জিশানের ফিফটিতে বাংলাদেশের প্রথম জয়, নেপালকে হারাল ৩২ রানে
ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত
- ৪৩ মিনিটে জর্দি আলবার গোলে এগিয়ে যায় মায়ামি।
- ৫৯ মিনিটে গ্যালাক্সি সমতায় ফেরায়।
- ৮৪ মিনিটে রদ্রিগো দি পলের পাস পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে জালে বল পাঠান মেসি। এটি এবারের এমএলএসে তাঁর ১৯তম গোল।
- ৮৯ মিনিটে মেসির দুর্দান্ত ব্যাকহিল থেকে গোল করেন লুইস সুয়ারেজ।
মেসিকে দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন হাজারো দর্শক। কেউ হাতে প্ল্যাকার্ডে লিখেছিলেন- Messi, You Make Us Believe Again। তাঁর ফেরাটা শুধু একটি ম্যাচ জেতা নয়, সমর্থকদের কাছে এটি ছিল আশা ফিরে পাওয়া।
মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো (উদাহরণস্বরূপ মন্তব্য): মেসি খেললে পুরো দল যেন অন্য মাত্রায় উঠে যায়। ওর উপস্থিতিই আমাদের আত্মবিশ্বাস বাড়ায়।
- মায়ামি পয়েন্ট তালিকায় উঠে এসেছে চারে।
- শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার সঙ্গে ব্যবধান মাত্র ৬ পয়েন্টে।
- কোয়ার্টার ফাইনালের আগে দল আরও অনুপ্রাণিত হয়ে উঠেছে।