Wednesday, September 17, 2025
Homeমাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত এক ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে। কৌশলে দুই নারীকে মাদক সেবন করানোর পর একজনকে যৌন নিপীড়নের অভিযোগে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি।

ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, চলতি বছরের জুনে দক্ষিণ-পশ্চিম লন্ডনের একটি পাব-এ এ ঘটনা ঘটে। অভিযোগ দায়েরের পর চল্লিশোর্ধ্ব অভিযুক্ত ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেছে স্কটল্যান্ড মেট্রোপলিটন পুলিশ। ঘটনাস্থল ছিল এসডব্লিউ৬ এলাকা, যা ফুলহ্যাম ও পার্সন্স গ্রিনকে অন্তর্ভুক্ত করে।

তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত ক্রিকেটারের নামও প্রকাশ করা হয়নি।

মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়—

“২২ মে, বৃহস্পতিবার এলাকার একটি পাব-এ ঘটে যাওয়া দুই নারীর পানীয়তে মাদক মেশানো এবং একজনকে যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত করছি। ধারণা করা হচ্ছে, দুই নারীকে মাদক খাওয়ানো হয়েছে, যাদের মধ্যে একজন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। চল্লিশোর্ধ্ব এক ব্যক্তিকে ৫ জুন সতর্কীকরণমূলক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত এখনো চলমান, তবে এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।”

যৌন অসদাচরণ ঠেকাতে কঠোর অবস্থান

ক্রিকেট রেগুলেটরের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস হাওয়ার্ড গত মাসে বলেন,

“খেলাধুলা থেকে যৌন অসদাচরণ দূর করাই আমাদের অগ্রাধিকার।”

গত এক বছরে যৌন অসদাচরণের ঘটনায় দু’বার শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ইংলিশ ক্রিকেট কর্তৃপক্ষ। গত আগস্টে এক কোচ নারী কর্মীদের কাছে ‘যৌন ইঙ্গিতপূর্ণ ও আপত্তিকর’ ছবি পাঠানোর দায়ে চাকরিচ্যুত হওয়ার পাশাপাশি নয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। আর গত নভেম্বরে আরেকজন কোচকে কাউন্টি দলের প্রাক-মৌসুম সফরে ‘অনৈতিক যৌন আচরণের’ কারণে ছয় মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ