ভারতের দুই চাকার বাজারে আবারও নতুন চমক নিয়ে এলো টিভিএস মোটর কোম্পানি। জনপ্রিয় স্কুটার টিভিএস জুপিটার এবার হাজির হয়েছে একেবারে ভিন্ন সাজে। নতুন এই সংস্করণের নাম দেওয়া হয়েছে স্টারডাস্ট ব্ল্যাক এডিশন। এর দাম নির্ধারণ করা হয়েছে ৯৩,০৩১ রুপি (এক্স-শোরুম, নয়াদিল্লি)। কালো বডি রঙের সাথে ব্রোঞ্জ অ্যাকসেন্টে তৈরি এই এডিশন এক নজরেই যে কোনো স্কুটারপ্রেমীর দৃষ্টি কাড়তে বাধ্য।
নতুন জুপিটার স্টারডাস্ট ব্ল্যাক এডিশন মূলত টিভিএস-এর সর্বোচ্চ ভ্যারিয়েন্ট SXC Disc-এর উপর ভিত্তি করে তৈরি। তবে এর চেহারায় আনা হয়েছে বেশ কিছু আকর্ষণীয় পরিবর্তন। ঝকঝকে কালো কালার স্কিমের পাশাপাশি যুক্ত হয়েছে স্পেকলড প্যানেল। স্কুটারের পাশে ব্রোঞ্জ রঙে লেখা “Jupiter” নাম এবং বিশেষভাবে দেওয়া হয়েছে “Most Awarded Scooter of India” ব্যাজ। এসব কসমেটিক পরিবর্তনই এটিকে সাধারণ মডেলের থেকে আলাদা করে তুলেছে।

মূল্যেও হয়েছে সামান্য পরিবর্তন। সাধারণ SXC Disc ভ্যারিয়েন্টের দাম যেখানে ৯২,০৩১ রুপি, সেখানে নতুন স্টারডাস্ট ব্ল্যাক এডিশনের দাম রাখা হয়েছে মাত্র এক হাজার রুপি বেশি। দাম কিছুটা বাড়লেও এর প্রিমিয়াম লুক ও নতুনত্ব ক্রেতাদের কাছে অতিরিক্ত আনন্দের কারণ হয়ে উঠবে।
আরো পড়ুন: আমার গাড়ির গল্প: সত্তরের দশক থেকে আজ পর্যন্ত এক আবেগঘন যাত্রা
যান্ত্রিক দিক থেকে তেমন কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই এতে রয়েছে 113.3 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর-স্ট্রোক ইঞ্জিন, যা 6,500 rpm-এ সর্বোচ্চ 5.9 কিলোওয়াট শক্তি উৎপাদন করতে পারে এবং 5,000 rpm-এ 9.8 নিউটন মিটার টর্ক দেয়। ইঞ্জিনটি সিভিটি অটোমেটিক ট্রান্সমিশনের সাথে যুক্ত, যা মসৃণ চালনা নিশ্চিত করে। নিরাপত্তা ও সুবিধার জন্য থাকছে সামনের ফুয়েল ফিলার ক্যাপ, ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা সিট এবং দুইটি হেলমেট রাখার মতো পর্যাপ্ত আন্ডারস্টোরেজ।
এছাড়া যুক্ত হয়েছে টিভিএস-এর জনপ্রিয় SmartXonnect কানেক্টিভিটি সিস্টেম। এর মাধ্যমে রাইডার ভয়েস অ্যাসিস্ট, নেভিগেশন, কল ও এসএমএস অ্যালার্ট, ফুয়েল ইকোনমি তথ্যসহ আরও নানা স্মার্ট ফিচারের সুবিধা পাবেন। ফলে প্রযুক্তি ও সুবিধার সমন্বয়ে স্কুটারটি আরও আধুনিক রূপ পেয়েছে।

চাকার দিকেও রয়েছে ভরসার সঙ্গী। সামনে ব্যবহৃত হয়েছে টেলিস্কোপিক হাইড্রলিক সাসপেনশন এবং পেছনে রয়েছে তিন-স্তর অ্যাডজাস্টেবল টুইন-টিউব শক অ্যাবজর্ভার। নিরাপদ ব্রেকিংয়ের জন্য সামনে 220 মিমি ডিস্ক ব্রেক এবং পিছনে 130 মিমি ড্রাম ব্রেক যুক্ত করা হয়েছে। দু’চাকার সাথেই থাকছে 90/90-12 টিউবলেস টায়ার, যা দীর্ঘস্থায়ী ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে।
টিভিএস জুপিটার ভারতের বাজারে দীর্ঘদিন ধরেই অন্যতম সেরা বিক্রিত স্কুটার। নতুন এই স্টারডাস্ট ব্ল্যাক এডিশন নিঃসন্দেহে সেই জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে নেবে। যারা ভিন্ন রঙে প্রিমিয়াম লুক ও আধুনিক ফিচারের সমন্বয়ে একটি ভরসাযোগ্য স্কুটার খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ একটি পছন্দ।