Friday, September 26, 2025
Homeমাত্র ৬,৭৪৯ টাকায় এলো Lava Bold N1 5G – জানুন ফিচার ও...

মাত্র ৬,৭৪৯ টাকায় এলো Lava Bold N1 5G – জানুন ফিচার ও অফার

ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলো Lava Bold N1 5G। বাজেট ফ্রেন্ডলি এই স্মার্টফোনটি এসেছে 90Hz রিফ্রেশ রেটের বড় ডিসপ্লে ও সর্বশেষ Android 15 অপারেটিং সিস্টেম নিয়ে। কোম্পানির দাবি, ফোনটি ভারতের সব 5G নেটওয়ার্কে কাজ করবে, যেমন Jio ও Airtel। ফিচারের দিক থেকে এটি অনেকটা সম্প্রতি আসা এন্ট্রি-লেভেল Infinix বা Tecno সিরিজের ফোনগুলোর মতো হলেও কিছু ক্ষেত্রে আরও উন্নত।

ডিভাইসটিতে থাকছে 5,000mAh ব্যাটারি যা 18W ফাস্ট চার্জিং সমর্থন করবে। তবে বক্সে পাওয়া যাবে 10W অ্যাডাপ্টার। এছাড়া IP54 ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্স থাকায় ফোনটি দৈনন্দিন ব্যবহারে অনেকটা সুরক্ষিত থাকবে। এ দামে এমন সুরক্ষা সাধারণত খুব বেশি ফোনে দেখা যায় না, তবে পূর্বের Lava Blaze সিরিজের সঙ্গে কিছুটা মিল পাওয়া যায়।

ফোনটিতে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের AI ডুয়াল রিয়ার ক্যামেরা, যা 4K ভিডিও (30fps) রেকর্ড করতে সক্ষম। সামনের দিকে রয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামেরা মোডগুলোর মধ্যে থাকবে পোর্ট্রেট, নাইট, প্রো এবং স্লো মোশন। পারফরম্যান্সের জন্য রয়েছে Unisoc T765 প্রসেসর, সঙ্গে 4GB র‍্যাম ও সর্বোচ্চ 128GB স্টোরেজ। স্টোরেজ বাড়ানো যাবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 1TB পর্যন্ত।

ভারতে এর দাম শুরু হচ্ছে মাত্র ₹7,499 (4GB+64GB) ভ্যারিয়েন্টের জন্য। আর 128GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ₹7,999। তবে Amazon Great Indian Festival 2025 চলাকালীন অফারে এই ফোন পাওয়া যাবে আরও কম দামে। SBI ক্রেডিট কার্ড ব্যবহার করলে ক্রেতারা পাবেন অতিরিক্ত ছাড়, ফলে কার্যকর দাম নেমে আসবে ₹6,749 ও ₹7,249 এ।

সব মিলিয়ে, যারা কম বাজেটে Android 15 এবং 5G-র অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য Lava Bold N1 5G হতে পারে একটি দারুণ অপশন।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ