Sunday, October 19, 2025
Homeমাত্র ৫ মাসে মাহিন্দ্রার ইভি সাফল্য: BE 6 ও XEV 9e-এর বিক্রি...

মাত্র ৫ মাসে মাহিন্দ্রার ইভি সাফল্য: BE 6 ও XEV 9e-এর বিক্রি ২০ হাজার ছাড়াল

ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে বড় সাফল্য পেল মাহিন্দ্রা। ব্র্যান্ডটির প্রথম দুটি বর্ন ইলেকট্রিক এসইউভি-Mahindra BE 6 ও XEV 9e-মাত্র পাঁচ মাসে বিক্রির নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই সময়ে দুই মডেলের মোট বিক্রি ছাড়িয়েছে ২০ হাজার ইউনিট। একই সঙ্গে, ডেলিভারি শুরু হওয়ার পর মাত্র পাঁচ মাসেই গাড়িগুলো পাড়ি দিয়েছে প্রায় ৯.৩ কোটি কিলোমিটার।

উৎপাদন ক্ষমতা বাড়াতে বড় উদ্যোগ

মাত্র ৫ মাসে মাহিন্দ্রার ইভি সাফল্য be 6 ও xev 9e এর বিক্রি ২০ হাজার ছাড়াল 3
ছবি: সংগৃহীত

বর্ধিত চাহিদা মেটাতে কোম্পানিটি দ্রুত উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মহারাষ্ট্রের চাকান প্ল্যান্টে ১৯,৯১৫ ইউনিট গাড়ি উৎপাদন করেছে মাহিন্দ্রা, যার মধ্যে ডিলারদের কাছে সরবরাহ করা হয়েছে ১৯,০৭০ ইউনিট।

আরো পড়ুন: Maruti Victoris এলএক্সআই ভ্যারিয়েন্ট: বেস মডেলেই ফিচারের ছড়াছড়ি

প্রথমদিকে মাসে যেখানে ৫,০০০ গাড়ি উৎপাদিত হচ্ছিল (৭,৫০০ ক্ষমতার মধ্যে), এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ৮,০০০ ইউনিটে। ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের মার্চের মধ্যে মাসিক উৎপাদন বাড়িয়ে ১২,০০০ ইউনিট করা হবে, আর ২০২৭ অর্থবছরে তা আরও বাড়িয়ে ১৮,০০০ ইউনিটে নেওয়া হবে।

কোন মডেল বেশি জনপ্রিয়?

মাত্র ৫ মাসে মাহিন্দ্রার ইভি সাফল্য be 6 ও xev 9e এর বিক্রি ২০ হাজার ছাড়াল 2
ছবি: সংগৃহীত

মাহিন্দ্রার তথ্য অনুযায়ী, XEV 9e মোট বুকিংয়ের ৫৯ শতাংশ দখল করেছে, আর BE 6 মডেলটির ভাগ ৪১ শতাংশ। বিশেষ আকর্ষণীয় বিষয় হলো—অধিকাংশ গ্রাহক বেছে নিচ্ছেন প্রিমিয়াম “Pack Three” ভ্যারিয়েন্ট, যা আধুনিক ফিচারসমৃদ্ধ।

আরো পড়ুন:

  • জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানাতে শেখ হাসিনা হাইকোর্টে গেছেন: মাহমুদুল ইসলাম জানু

    জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানাতে শেখ হাসিনা হাইকোর্টে গেছেন: মাহমুদুল ইসলাম জানু

    কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে কটিয়াদীতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা শনিবার বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে নবগঠিত…

মাত্র পাঁচ মাসে ২০ হাজার ইউনিট বিক্রির সাফল্য মাহিন্দ্রার ইলেকট্রিক যাত্রার শক্ত ভিত গড়ে দিয়েছে। বাজারে টেকসই পরিবেশবান্ধব গাড়ির চাহিদা দ্রুত বাড়ছে, আর মাহিন্দ্রার এই সাফল্য প্রমাণ করছে যে, ব্র্যান্ডটি ভবিষ্যতের ইভি প্রতিযোগিতায় বড় ভূমিকা রাখবে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ