ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে বড় সাফল্য পেল মাহিন্দ্রা। ব্র্যান্ডটির প্রথম দুটি বর্ন ইলেকট্রিক এসইউভি-Mahindra BE 6 ও XEV 9e-মাত্র পাঁচ মাসে বিক্রির নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই সময়ে দুই মডেলের মোট বিক্রি ছাড়িয়েছে ২০ হাজার ইউনিট। একই সঙ্গে, ডেলিভারি শুরু হওয়ার পর মাত্র পাঁচ মাসেই গাড়িগুলো পাড়ি দিয়েছে প্রায় ৯.৩ কোটি কিলোমিটার।
উৎপাদন ক্ষমতা বাড়াতে বড় উদ্যোগ

বর্ধিত চাহিদা মেটাতে কোম্পানিটি দ্রুত উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মহারাষ্ট্রের চাকান প্ল্যান্টে ১৯,৯১৫ ইউনিট গাড়ি উৎপাদন করেছে মাহিন্দ্রা, যার মধ্যে ডিলারদের কাছে সরবরাহ করা হয়েছে ১৯,০৭০ ইউনিট।
আরো পড়ুন: Maruti Victoris এলএক্সআই ভ্যারিয়েন্ট: বেস মডেলেই ফিচারের ছড়াছড়ি
প্রথমদিকে মাসে যেখানে ৫,০০০ গাড়ি উৎপাদিত হচ্ছিল (৭,৫০০ ক্ষমতার মধ্যে), এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ৮,০০০ ইউনিটে। ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের মার্চের মধ্যে মাসিক উৎপাদন বাড়িয়ে ১২,০০০ ইউনিট করা হবে, আর ২০২৭ অর্থবছরে তা আরও বাড়িয়ে ১৮,০০০ ইউনিটে নেওয়া হবে।
কোন মডেল বেশি জনপ্রিয়?

মাহিন্দ্রার তথ্য অনুযায়ী, XEV 9e মোট বুকিংয়ের ৫৯ শতাংশ দখল করেছে, আর BE 6 মডেলটির ভাগ ৪১ শতাংশ। বিশেষ আকর্ষণীয় বিষয় হলো—অধিকাংশ গ্রাহক বেছে নিচ্ছেন প্রিমিয়াম “Pack Three” ভ্যারিয়েন্ট, যা আধুনিক ফিচারসমৃদ্ধ।
আরো পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে বিশ্বের বিভিন্ন নেতাদের ও তারকার শুভেচ্ছা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ৭৫ বছরে পা রাখলেন। এই বিশেষ দিনে বিশ্বরাজনীতির নেতারা, ব্যবসায়ী ও বলিউড তারকারা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদির দীর্ঘ সাফল্যময় নেতৃত্ব, দৃঢ় সংকল্প এবং দেশের জন্য অবদানের প্রশংসা করেছেন সবাই। জন্মদিন উপলক্ষে এ শুভেচ্ছা বার্তাগুলো ভারত ও বিশ্ববাসীর জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। অজয় দেবগণ বলিউড অভিনেতা ও…
মাত্র পাঁচ মাসে ২০ হাজার ইউনিট বিক্রির সাফল্য মাহিন্দ্রার ইলেকট্রিক যাত্রার শক্ত ভিত গড়ে দিয়েছে। বাজারে টেকসই পরিবেশবান্ধব গাড়ির চাহিদা দ্রুত বাড়ছে, আর মাহিন্দ্রার এই সাফল্য প্রমাণ করছে যে, ব্র্যান্ডটি ভবিষ্যতের ইভি প্রতিযোগিতায় বড় ভূমিকা রাখবে।