ভৈরব জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় জনগণ। কিশোরগঞ্জের অন্তর্গত এই উপজেলা আলাদা জেলা হিসেবে স্বীকৃতি চায় বহু বছর ধরে। আজ রোববার সকালে ‘ভৈরবের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে তারা ভৈরবকে ৬৫তম জেলা ও ঢাকা বিভাগে রাখার দাবি জানান। পরে ভৈরব–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধে অন্তত আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ভৈরব জেলা ঘোষণার দাবিতে উত্তাল জনতা
কিশোরগঞ্জের ভৈরবকে প্রস্তাবিত ৬৫তম জেলা হিসেবে ঘোষণা করার দাবিতে আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। ‘ভৈরবের সর্বস্তরের জনগণ’ ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচি শুরু হয় মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে।
পরে বিক্ষোভকারীরা ভৈরব–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন, যা প্রায় ৩০ মিনিট স্থায়ী ছিল। এ সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে গণ অধিকার পরিষদের সংগঠক ইমতিয়াজ আহমেদ, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবির আহমেদ, সমাজকর্মী হান্নান আহমেদসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, ভৈরব জেলা গঠনের দাবিটি দীর্ঘদিনের, অথচ সরকার এখনো এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।
আরো পড়ুন:দুই দিন পেছাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান
তারা কিশোরগঞ্জ ও ভৈরবকে ঢাকার সঙ্গে প্রশাসনিকভাবে যুক্ত রাখার দাবি জানান। বক্তাদের অভিযোগ, সম্প্রতি কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করা হবে এমন খবর ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে, যদিও সরকারিভাবে এর কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
সভা শেষে বিক্ষুব্ধ জনতা উপজেলা অভিমুখে মিছিল করে যান এবং পুনরায় মহাসড়ক অবরোধ করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত ভৈরব জেলা ঘোষণা না করা হলে রেল ও সড়কপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।