Wednesday, September 17, 2025
Homeভুয়া আর্থিক প্রণোদনা নিয়ে সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

ভুয়া আর্থিক প্রণোদনা নিয়ে সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শুক্রবার (৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

প্রতারণার অভিযোগ মন্ত্রণালয়ের নজরে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র সচিব আবু তাহের মো. মাসুদ রানার নাম ও ছবি ব্যবহার করে ভিন্ন একটি মোবাইল নম্বর (০১৮৫১-২৭৪৫৬৫) থেকে যোগাযোগ করছে। তারা সচিবের পরিচয়ে বিভিন্ন কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দাবি করছে যে, মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে আর্থিক প্রণোদনা দেওয়া হবে।

প্রতারকরা কর্মকর্তাদের কাছ থেকে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাইছে। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায়, এ ধরনের কোনো প্রণোদনা দেওয়ার বিষয় সম্পূর্ণ ভুয়া এবং এর সঙ্গে সরকারি কোনো কার্যক্রমের সম্পর্ক নেই।

আরো পড়ুন: শবনম ফারিয়ার ভ্রমণ পোস্টে মন্তব্য করে আলোচনায় সারজিস আলম

মন্ত্রণালয় সতর্ক করে জানায়, কারো কাছে ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বা অন্যান্য সংবেদনশীল তথ্য চাইলে তা কোনোভাবেই প্রদান করা যাবে না। পাশাপাশি, উল্লিখিত নম্বর কিংবা অন্য কোনো অচেনা নম্বর থেকে এমন প্রস্তাব এলে তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ধরনের প্রতারণামূলক কল পেলে বিভ্রান্ত না হয়ে সরাসরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অথবা নিকটস্থ থানায় অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ