ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস স্পষ্ট জানিয়েছে, নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো ভিসা ইস্যু করে না। একইসঙ্গে ভুয়া নথিপত্র জমা দিলে শুধু ভিসা প্রত্যাখ্যান নয়, বরং যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট দেশে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে দূতাবাস।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ভিসা ইস্যু নিয়ে নতুন বার্তা দিয়েছে। এতে বলা হয়, জাতীয় নিরাপত্তার স্বার্থে কঠোর মানদণ্ড অনুসরণ করা হয়।
দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র সরকার ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। যতক্ষণ না নিরাপত্তা-সংক্রান্ত সব উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ কোনো ভিসা দেওয়া হয় না। ভিসা আবেদনের সময় শুধুমাত্র প্রামাণ্য ও বৈধ নথি গ্রহণযোগ্য। কোনো রকম অসঙ্গতি বা নিরাপত্তা ঝুঁকি ধরা পড়লে আবেদন সরাসরি বাতিল হয়।
দূতাবাস স্পষ্ট জানায়, ভুয়া নথি জমা দিলে আবেদনকারী শুধু ভিসা প্রত্যাখ্যাত হবেন না, বরং যুক্তরাষ্ট্রের আইনে শাস্তির মুখোমুখি হবেন। একইসঙ্গে আবেদনকারীর নিজ দেশেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। মার্কিন দূতাবাস আবেদনকারীদের সতর্ক করে বলেছে, ভিসা পেতে কোনো রকম প্রতারণা বা জাল নথি জমা দিলে তা ভবিষ্যতের ভিসা আবেদনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।
যুক্তরাষ্ট্র সরকার সব সময় ভিসা প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং নিরাপত্তা-নির্ভর রাখতে কাজ করছে। এ কারণে প্রতিটি আবেদনকারীর তথ্য খুঁটিয়ে যাচাই করা হয়। দূতাবাস আবেদনকারীদের সততা বজায় রাখার আহ্বান জানিয়েছে। ভিসা সংক্রান্ত যেকোনো আপডেট জানতে অফিসিয়াল ওয়েবসাইট ও দূতাবাসের সোশ্যাল মিডিয়া পেজ অনুসরণ করতে বলা হয়েছে।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্র-ইউরোপ নতুন বাণিজ্য চুক্তি: বাজার প্রবেশাধিকার বাড়াতে ‘ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’
দূতাবাসের মতে, কঠোর নিরাপত্তা নীতি মেনে ভিসা প্রদান যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে। তাই এ প্রক্রিয়ায় কোনো ছাড় দেওয়া হবে না।