ভিভো তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ Vivo X300 আনতে চলেছে আগামী অক্টোবরে। বিভিন্ন লিক ও রিপোর্ট থেকে জানা গেছে, এই সিরিজে থাকবে দুটি মডেল – Vivo X300 ও Vivo X300 Pro। এছাড়াও বিশেষ একটি ভ্যারিয়েন্ট Vivo X300 Pro Satellite Communication Edition বাজারে আনা হতে পারে।
চীনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে এই স্যাটেলাইট এডিশন মডেলটি সম্প্রতি ধরা পড়েছে। সেখানে দেখা যায়, ফোনটির সঙ্গে দেওয়া হতে পারে ৯০ ওয়াট ফাস্ট চার্জার। আরেকটি আকর্ষণীয় বিষয় হলো, এই সংস্করণে থাকবে Beidou স্যাটেলাইট মেসেজিং সাপোর্ট, যা জরুরি পরিস্থিতিতে নেটওয়ার্ক ছাড়াই ছোট বার্তা পাঠানোর সুযোগ দেবে।
স্পেসিফিকেশনের দিক থেকে দেখা যায়, ফোনটিতে থাকতে পারে Dimensity 9500 প্রসেসর, সঙ্গে সর্বোচ্চ ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ। ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হবে ৬.৮ ইঞ্চির ফ্ল্যাট OLED স্ক্রিন, যেখানে থাকবে ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট।
ব্যাটারির দিক থেকেও ফোনটি শক্তিশালী হবে। এখানে দেওয়া হতে পারে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে থাকবে ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা।
আরো দেখুন: Snapdragon 8 Elite 2: Qualcomm-এর নতুন ফ্ল্যাগশিপ চিপসেট, ফিচারস, লঞ্চ ডেট ও বেঞ্চমার্ক লিকস
ক্যামেরা সেটআপেও ভিভো এবার বড় চমক দিতে চলেছে। ফোনটিতে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-828 মেইন ক্যামেরা (OIS সহ), সঙ্গে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, আর সবচেয়ে আকর্ষণীয় ২০০ মেগাপিক্সেলের Samsung HPB পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। উন্নত ফটোগ্রাফির জন্য থাকছে V3 ও VS1 ইমেজ প্রসেসিং চিপস।
পূর্বে ভিভোর X90 Pro সিরিজে যে সব হাই-এন্ড ফিচার দেখা গিয়েছিল, নতুন X300 Pro মডেলে সেগুলোর আরও উন্নত সংস্করণ যুক্ত হচ্ছে। অর্থাৎ, বলা যায় ভিভো এবার স্যাটেলাইট প্রযুক্তি আর ক্যামেরা পারফরম্যান্স দিয়ে অন্য ফ্ল্যাগশিপ ব্র্যান্ডগুলোর সাথে টক্কর দিতে চায়।