গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। তবে তিনি এখনও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
ফেসবুক পোস্টে আপডেট
শনিবার (৩০ আগস্ট) সকালে নুরুল হক নুরের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। “ভিপি নুরের আপডেট” শিরোনামে দেওয়া পোস্টে বলা হয়, “গতরাতে হামলার পর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।”
আরো পড়ুন:
সাবেক ভিপি নুরের ওপর হামলায় ক্ষোভ, অফলাইন-অলনাইন সব জায়গায় প্রতিবাদের ঝড়
হামলার ঘটনার পর থেকে নুরের সুস্থতার জন্য দেশজুড়ে দোয়া চলছে। রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী ও নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।