Friday, August 22, 2025
Homeডাকসু নির্বাচন ২০২৫: ভিপি ও জিএস পদে প্রার্থীদের তালিকা প্রকাশ

ডাকসু নির্বাচন ২০২৫: ভিপি ও জিএস পদে প্রার্থীদের তালিকা প্রকাশ

ছয় বছর পর আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণকে সামনে রেখে বিভিন্ন প্যানেল ভিপি ও জিএস পদে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এ বছর ভিপি পদে লড়বেন ৯ জন এবং জিএস পদে লড়বেন ৮ জন প্রার্থী।

ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা

এবারের নির্বাচনে ভিপি পদে মোট ৯ জন প্রার্থী লড়বেন। তারা বিভিন্ন ছাত্রসংগঠন, প্যানেল ও স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১. আবিদুল ইসলাম খান – বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল; কবি জসীমউদদীন হল; ইসলামিক স্টাডিজ (২০১৫-১৬); কুমিল্লা।
২. আবু সাদিক কায়েম – বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির; ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ; শেখ মুজিবুর রহমান হল; রাষ্ট্রবিজ্ঞান (২০১৬-১৭); চট্টগ্রাম।
৩. বিন ইয়ামিন মোল্লা – ছাত্র অধিকার পরিষদ; ডাকসু ফর চেঞ্জ; স্যার এ এফ রহমান হল; লোকপ্রশাসন (২০১৪-১৫); কুড়িগ্রাম।
৪. মোহাম্মদ ইয়াছিন আরাফাত – ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ; সচেতন শিক্ষার্থী সংসদ; শহীদ সার্জেন্ট জহুরুল হক হল; ইসলামিক স্টাডিজ (২০১৭-১৮); নোয়াখালী।
৫. শেখ তাসনীম আফরোজ ইমি – সম্মিলিত বাম জোট; প্রতিরোধ পর্ষদ; শামসুন্নাহার হল; সমাজবিজ্ঞান (২০১৩-১৪); খুলনা।
৬. জামালুউদ্দীন মুহাম্মদ খালিদ – স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ; সমন্বিত শিক্ষার্থী সংসদ; কবি জসীমউদদীন হল; আরবি (২০১৮-১৯); চাঁদপুর।
৭. আব্দুল কাদের – বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ; বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ; বিজয় ৭১ হল; সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট (২০১৮-১৯); লক্ষ্মীপুর।
৮. উমামা ফাতেমা – স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য; কবি সুফিয়া কামাল হল; প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান (২০১৮-১৯); চট্টগ্রাম।
৯. শামীম হোসেন – স্বতন্ত্র; বিজয় ৭১ হল; ইংরেজি (২০১৯-২০); সাতক্ষীরা।

আরো পড়ুন:

GIXXER SF 250: স্টাইল আর পাওয়ারের এক অসাধারণ মিশেল

জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা

ভিপির মতো জিএস পদেও প্রার্থীদের মধ্যে রয়েছে বৈচিত্র্য। এবার মোট ৮ জন প্রার্থী লড়বেন জেনারেল সেক্রেটারি পদে।

১. তানভীর বারী হামিম – বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল; কবি জসীমউদদীন হল; উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ (২০১৮-১৯); খুলনা।
২. এস এম ফরহাদ – বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির; ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ; শেখ মুজিবুর রহমান হল; সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট (২০১৭-১৮); চট্টগ্রাম।
৩. সাবিনা ইয়াসমিন – ছাত্র অধিকার পরিষদ; ডাকসু ফর চেঞ্জ; বেগম রোকেয়া হল; শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন (২০১৮-১৯); পটুয়াখালী।
৪. খায়রুল আহসান মারজান – ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ; সচেতন শিক্ষার্থী সংসদ; সলিমুল্লাহ মুসলিম হল; আন্তর্জাতিক সম্পর্ক (২০১৮-১৯); বরগুনা।
৫. মেঘমল্লার বসু – বাংলাদেশ ছাত্র ইউনিয়ন; প্রতিরোধ পর্ষদ; জগন্নাথ হল; শান্তি ও সংঘর্ষ (২০১৫-১৬); রাজবাড়ী।
৬. মাহিন সরকার – সমন্বিত শিক্ষার্থী সংসদ; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল; বাংলা (২০১৮-১৯); সিরাজগঞ্জ।
৭. আবু বাকের মজুমদার – বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ; বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ; ফজলুল হক মুসলিম হল; ভূতত্ত্ব (২০১৯-২০); কুমিল্লা।
৮. আল সাদী ভূঁইয়া – স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য; মাস্টারদা সূর্য সেন হল; নৃবিজ্ঞান (২০১৬-১৭); ব্রাহ্মণবাড়িয়া।

নির্বাচন সূচি ও প্রেক্ষাপট

তফসিল অনুযায়ী, ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। সেবার ভিপি নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নুর, জিএস ছিলেন গোলাম রাব্বানী এবং এজিএস পদে নির্বাচিত হন সাদ্দাম হোসেন। এবার মোট ২৮টি পদের বিপরীতে লড়বেন প্রার্থীরা, যা ২০১৯ সালের তুলনায় বেশি।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ