পিটার ভাইয়ের রচনা ও পরিচালনায় মুক্তি পেল নতুন ওয়েব সিরিজ ‘ভাশিকরণ – চ্যাপ্টার ১’। রোমান্স ও নাটকীয়তায় ভরপুর এই সিরিজে অভিনয় করেছেন একতা মোরে, ভারতি ঝা, অনুপম গহোই, দলবীর, মোহসিন আলভি সহ আরও অনেকে।
সিরিজটির সিনেমাটোগ্রাফি করেছেন বিপ্তু গিল, আর সম্পাদনা ও ভিএফএক্সে কাজ করেছেন গিরিরাজ সিং। সঙ্গীত পরিচালনা ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্বে ছিলেন রাউলএক্স, যিনি নিজেই গেয়েছেন সিরিজের গান। গানের কথা লিখেছেন দীপ কমল।
আরো পড়ুন
উল্লুতে মুক্তি পেল নতুন ওয়েব সিরিজ ‘দোরাহা’, রোমান্সে ভরপুর গল্পে নতুন মোড়
আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন নভরাজ কালের, আর প্রোডাকশন সমন্বয়ে ছিলেন জস্কিরাত জাসি। আইনি পরামর্শ দিয়েছেন কপিল ভোহরা।

‘ওয়ান মিডিয়া নেটওয়ার্ক’-এর প্রযোজনায় নির্মিত এই ওয়েব সিরিজটি ডিজিটাল মাধ্যমে দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে। নির্মাতাদের দাবি, রোমান্স ও আবেগঘন কাহিনি পছন্দ করেন এমন দর্শকদের কাছে সিরিজটি ভিন্ন মাত্রার বিনোদন যোগ করবে।
Woow ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন।