Monday, November 17, 2025
Homeভারত সফরে অস্ট্রেলিয়া দলের স্বাস্থ্য ঝুঁকি, খেলোয়াড়দের খাদ্যতালিকা পরিবর্তন

ভারত সফরে অস্ট্রেলিয়া দলের স্বাস্থ্য ঝুঁকি, খেলোয়াড়দের খাদ্যতালিকা পরিবর্তন

ক্রিকেট মানেই শুধু ম্যাচ আর রান নয়, এটি খেলোয়াড়দের স্বাস্থ্য ও সতর্কতারও গল্প। ভারত সফরে আসা অস্ট্রেলিয়া ‘এ’ দলের চার ক্রিকেটার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পুরো টিম ম্যানেজমেন্টই সতর্ক হয়ে উঠেছে। বিশেষ করে পেসার হেনরি থরন্টনের হাসপাতালে ভর্তি হওয়া খেলার উত্তেজনার সঙ্গে সঙ্গে ক্রীড়াপ্রেমীদেরও চিন্তা বাড়িয়েছে।

অস্ট্রেলিয়া দলের অসুস্থতার ঘটনা

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, অধিনায়ক জ্যাক এডওয়ার্ডসহ চার ক্রিকেটার পেটের সমস্যায় ভুগছেন। সবচেয়ে বেশি অসুস্থ ছিলেন পেসার হেনরি থরন্টন। তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কানপুরের রিজেন্সি হাসপাতালে ভর্তি করা হয়। বাকি তিন খেলোয়াড় নিয়মিত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্র পান।

হিন্দুস্তান টাইমস জানায়, থরন্টনকে দুই দিন হাসপাতালে থাকতে হয়েছে। দলের সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, হোটেলের খাবার থেকে সংক্রমণ হতে পারে, তবে আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করা হয়নি।

স্বাস্থ্যবিধি ও সতর্কতা

দলীয় ম্যানেজার জানিয়েছেন, প্রথমে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা স্বাভাবিক আসায় তিনজন ফিরে গেছেন। গুরুতর সংক্রমণের কারণে থরন্টন পর্যবেক্ষণে ছিলেন। পরবর্তীতে তাঁর অবস্থা স্থিতিশীল হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে হোটেলে ফিরেছেন।

অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট সতর্কতার জন্য খেলোয়াড়দের খাদ্যতালিকা পরিবর্তন করেছে। অনুশীলনে সামান্য ব্যাঘাত ঘটলেও প্রধান লক্ষ্য খেলোয়াড়দের সুস্থতা নিশ্চিত করা। চিকিৎসকরা স্থানীয় খাবার ও পানীয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

আরো পড়ুন : ভারত-পাকিস্তান নারী ক্রিকেট: আজ হ্যান্ডশেক নয়, রাজনীতির প্রভাব মাঠে

হোটেল ও আবহাওয়া বিষয়ক ব্যাখ্যা

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, খাবারের কারণে অসুস্থতা হয়নি। বরং আবহাওয়ার পরিবর্তনকে সম্ভাব্য কারণ হিসেবে দেখানো হয়েছে। বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা বলেন,

“হোটেলটি কানপুরের সেরা হোটেলগুলোর একটি। যদি খাবারের কারণে অসুস্থতা হতো, তাহলে সব খেলোয়াড় আক্রান্ত হতো। বিষয়টি আরও খতিয়ে দেখা দরকার।”

খাদ্য অধিদপ্তরও হোটেলের রান্নাঘর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে; কোনো দূষণ পাওয়া যায়নি।

সিরিজের অবস্থা

দুই দলের চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজের শেষ ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়া দলের ভারত সফর শেষ হবে। এর আগে দুই দল দুটি টেস্টের সিরিজ খেলেছে, যা ভারত ১–০ ব্যবধানে জিতেছে।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ