Monday, October 6, 2025
Homeভারত-পাকিস্তান ম্যাচের আগে করমর্দন বিতর্কে তপ্ত পরিবেশ

ভারত-পাকিস্তান ম্যাচের আগে করমর্দন বিতর্কে তপ্ত পরিবেশ

এশিয়া কাপে শুরু হওয়া করমর্দন বিতর্ক এবার নারী ওয়ানডে বিশ্বকাপেও গড়াল। শ্রীলঙ্কার কলম্বোয় রোববার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান নারী ক্রিকেট দল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে স্পষ্ট নির্দেশ গেছে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো যাবে না।

এশিয়া কাপ থেকে শুরু

কয়েক সপ্তাহ আগেই এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতের খেলোয়াড়রা। টসের পর কিংবা ম্যাচ শেষে কোনো আনুষ্ঠানিক হাত মেলানো হয়নি। এমনকি চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কাছ থেকেও ট্রফি নিতে অস্বীকৃতি জানান সূর্যকুমার যাদবরা। সেই ঘটনা ঘিরে এখনো চলছে বিতর্ক।

বিশ্বকাপেও একই নির্দেশ

এক সূত্রের দাবি, বিশ্বকাপেও একই নির্দেশ অনুসরণ করবেন হারমানপ্রিত কউররা। বোর্ডের কর্তাদের বার্তা হলো, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দনের কোনো প্রশ্নই নেই। তবে এ বিষয়ে কিছুটা ধোঁয়াশা রেখে দিয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকীয়া। বিবিসিকে তিনি বলেন,

আরো পড়ুন : কয়েদি নম্বর ৮০৪ লেখা স্যান্ডেল—ইমরানের মুক্তির প্রতীক

“আমি এখনই কিছু বলব না। তবে সব নিয়ম মেনে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। এমসিসি-র নিয়ম মানা হবে, কিন্তু করমর্দন বা আলিঙ্গন হবে কি না, সে বিষয়ে কিছু স্পষ্ট করতে পারছি না।”

ক্রিকেটারদের নীরবতা

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় ক্রিকেটার অমনজাত কউরকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি। বিষয়টি এড়িয়ে যান তিনি।

উত্তেজনার আবহ

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। এবার মাঠের লড়াইয়ের পাশাপাশি করমর্দন বিতর্কও যোগ হয়েছে আলোচনায়। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন কলম্বোর দিকে দুই দেশের খেলোয়াড়রা কি সত্যিই হাত মেলানো এড়িয়ে যাবেন?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ