Friday, September 26, 2025
Homeভারত–পাকিস্তান ম্যাচের আগে মনোযোগ ধরে রাখতে সূর্যকুমারের মন্ত্র

ভারত–পাকিস্তান ম্যাচের আগে মনোযোগ ধরে রাখতে সূর্যকুমারের মন্ত্র

ভারত পাকিস্তান ম্যাচ মানেই আলোচনার ঝড়, মাঠের ভেতরের লড়াইয়ের চেয়ে বাইরের গল্পই যেন বেশি জমে। কিন্তু এই চাপের ভিড়ে কিভাবে শান্ত থাকতে হয়, তা নিয়েই দিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এক অভিনব পরামর্শ “রুমের দরজা বন্ধ করো, ফোন বন্ধ করো, আর ঘুমাও।” তাঁর এই সহজ কিন্তু বাস্তবসম্মত উপদেশ ক্রিকেটপ্রেমীদের মনে কৌতূহল জাগিয়েছে।

এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে মাঠের বাইরে চলছে নানা বিতর্ক। হাত না মেলানো থেকে শুরু করে ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ সবকিছুতেই যেন উত্তেজনার আগুন জ্বলছে। তবে সূর্যকুমারের মতে, এসব এড়িয়ে মনোযোগ ধরে রাখাটাই আসল চ্যালেঞ্জ।

আরো পড়ুন: নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড গড়লেন আর্লিং হলান্ড।

সংবাদ সম্মেলনে সূর্য জানান, সতীর্থদের তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন ভালো পারফরম্যান্স চাইলে বাইরের চাপ ও অতিরিক্ত কথাবার্তা থেকে দূরে থাকতে হবে। তবে সবকিছু বন্ধ নয়, বরং যেসব ইতিবাচক পরামর্শ ম্যাচে সাহায্য করতে পারে সেগুলো নিতে হবে।

গত কয়েক বছরে ভারত-পাকিস্তান ম্যাচে মাঠের লড়াই অনেকটাই একপেশে। শেষ পাঁচ ম্যাচেই জিতেছে ভারত। একসময় এই দ্বৈরথে থাকত অন্যরকম উত্তেজনা। সূর্যের কাছে অবশ্য বিষয়টা বিনোদনের—“স্টেডিয়াম ভরা মানুষ দেখতে এলে, আমাদের কাজ হলো ভালো ক্রিকেট খেলে তাদের বিনোদন দেওয়া।”

ভারত পাকিস্তান ম্যাচ মানেই চাপ, আবেগ আর অগণিত চোখের প্রত্যাশা। তবে সূর্যকুমারের সহজ মন্ত্র শান্ত থাকা, ফোন দরজা বন্ধ করে ঘুমানো হয়তো খেলোয়াড়দের জন্য সবচেয়ে কার্যকরী উপায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ