এশিয়া কাপ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। দুবাইয়ের এই মহারণে কাগজে-কলমে কিছুটা এগিয়ে ভারত, তবে পাকিস্তানকে হালকাভাবে দেখার সুযোগ নেই। কারণ, বড় মঞ্চে পাকিস্তান সবসময়ই চমক দেখাতে পারে। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি কিংবা ১৯৯২ ও ২০০৯ সালের বিশ্বকাপ ফাইনালেই তার প্রমাণ মিলেছে। এবার তাই ক্রিকেটপ্রেমীদের চোখ ফাইনালের একাদশে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশই হয়তো নামবে ভারত ম্যাচে। ওপেনিংয়ে থাকবেন সাহিবজাদা ফারহান ও ফখর জামান। তিনে খেলতে পারেন সাইম আইয়ুব, যিনি ফর্মে না থাকলেও নতুন বলে তাঁর স্পিনের কারণে সুযোগ পাচ্ছেন। চারে নামতে পারেন অধিনায়ক সালমান আগা, আর বাকিদের মধ্যে থাকবেন হুসেইন তালাত ও মোহাম্মদ হারিস।
নিচের দিকে ব্যাটিংয়ে ভরসা শাহিন শাহ আফ্রিদি, নেওয়াজ ও হারিস। বোলিং আক্রমণ সামলাবেন আফ্রিদি ও হারিস রউফ। স্পিনে আবরার আহমেদ, নেওয়াজ ও সাইম আইয়ুব থাকবেন সঙ্গী।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।
ভারতের সম্ভাব্য একাদশ
ভারত দলে ফিরছেন পেসার যশপ্রীত বুমরা ও অলরাউন্ডার শিবম দুবে। তবে শ্রীলঙ্কা ম্যাচে চোট পাওয়া হার্দিক পান্ডিয়ার ফাইনালে খেলা নিয়ে শঙ্কা আছে। তিনি না খেললে অর্শদীপ সিং বা হর্ষিত রানা জায়গা পেতে পারেন। স্পিন আক্রমণে থাকবেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব, সঙ্গে অক্ষর প্যাটেল। ব্যাটিং লাইনআপে থাকছেন অভিষেক শর্মা, গিল, সূর্যকুমার ও তিলক বর্মা। উইকেটরক্ষক হিসেবে সুযোগ পাচ্ছেন সঞ্জু স্যামসন।
আরো পড়ুন : ব্রুক ন্যাডারকে ঘিরে টেনিস তারকাদের প্রেমের গুঞ্জন
ভারতের সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া/অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।