Wednesday, September 17, 2025
Homeভারতে লঞ্চ হলো ভিনফাস্ট VF6 ও VF7 ইলেকট্রিক এসইউভি, জানুন ভ্যারিয়েন্ট ও...

ভারতে লঞ্চ হলো ভিনফাস্ট VF6 ও VF7 ইলেকট্রিক এসইউভি, জানুন ভ্যারিয়েন্ট ও পাওয়ারট্রেন অপশন

ভিয়েতনামের অটোমোবাইল নির্মাতা ভিনফাস্ট ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল তাদের দুটি নতুন ইলেকট্রিক এসইউভি— VF6 ও VF7। কয়েক মাস আগে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে প্রথম প্রদর্শনের পর এগুলো নিয়ে গ্রাহকদের আগ্রহ তুঙ্গে ছিল। এবার আনুষ্ঠানিক লঞ্চের পর ভ্যারিয়েন্টভিত্তিক ফিচার ও পাওয়ারট্রেন অপশনও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ভিনফাস্ট VF6: ভ্যারিয়েন্ট ও স্পেসিফিকেশন

ভারতে লঞ্চ হলো ভিনফাস্ট vf6 ও vf7 ইলেকট্রিক এসইউভি জানুন ভ্যারিয়েন্ট ও পাওয়ারট্রেন অপশন 2
ভিনফাস্ট VF6: ভ্যারিয়েন্ট ও স্পেসিফিকেশন। ছবি: কারদেখো

VF6 মডেলটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে: আর্থ, উইন্ড ও উইন্ড ইনফিনিটি।

  • ব্যাটারি প্যাক: ৫৯.৬ কিলোওয়াট-আওয়ার
  • মোটর: একক ইলেকট্রিক মোটর
  • পাওয়ার আউটপুট: ১৭৭ পিএস/ ২০৪ পিএস
  • টর্ক: ২৫০ এনএম/ ৩১০ এনএম
  • ড্রাইভট্রেন: ফ্রন্ট-হুইল ড্রাইভ (এফডব্লিউডি)
  • রেঞ্জ: ৪৬৮ কিমি (১৭৭ পিএস ভার্সন) / ৪৬৩ কিমি (২০৪ পিএস ভার্সন)

ভিনফাস্ট VF7: ভ্যারিয়েন্ট ও স্পেসিফিকেশন

ভারতে লঞ্চ হলো ভিনফাস্ট vf6 ও vf7 ইলেকট্রিক এসইউভি জানুন ভ্যারিয়েন্ট ও পাওয়ারট্রেন অপশন 5
ভিনফাস্ট VF7: ভ্যারিয়েন্ট ও স্পেসিফিকেশন। ছবি: কারদেখো

VF7 অপেক্ষাকৃত বড় মডেল এবং এটি পাঁচটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে— আর্থ, উইন্ড, উইন্ড ইনফিনিটি, স্কাই ও স্কাই ইনফিনিটি।

  • ব্যাটারি প্যাক: ৫৯.৬ কিলোওয়াট-আওয়ার / ৭০.৮ কিলোওয়াট-আওয়ার
  • মোটর: একক বা ডুয়াল মোটর
  • পাওয়ার আউটপুট: ১৭৭ পিএস, ২০৪ পিএস / সর্বোচ্চ ৩৫৩.৫ পিএস
  • টর্ক: ২৫০ এনএম, ৩১০ এনএম / সর্বোচ্চ ৫০০ এনএম
  • ড্রাইভট্রেন: এফডব্লিউডি বা এডব্লিউডি (অল-হুইল ড্রাইভ)
  • রেঞ্জ: ৪৩৮ কিমি (৫৯.৬ কিলোওয়াট-আওয়ার), ৫৩২ কিমি (৭০.৮ কিলোওয়াট-আওয়ার এফডব্লিউডি), ৫১০ কিমি (৭০.৮ কিলোওয়াট-আওয়ার এডব্লিউডি)

আরো পড়ুন: Maruti Victoris এলএক্সআই ভ্যারিয়েন্ট: বেস মডেলেই ফিচারের ছড়াছড়ি

বড় ব্যাটারি প্যাক ও ডুয়াল-মোটর এডব্লিউডি সেটআপে VF7 মাত্র ৫.৮ সেকেন্ডে ০–১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে সক্ষম। অন্যদিকে একক মোটর (২০৪ পিএস) ভ্যারিয়েন্ট একই স্প্রিন্ট করতে সময় নেয় ৯.৫ সেকেন্ড।

ফাস্ট চার্জিং সক্ষমতা

উভয় মডেলেই দ্রুত চার্জিং সুবিধা রয়েছে। VF6-কে ১০% থেকে ৭০% চার্জ হতে সময় লাগে প্রায় ২৫ মিনিট, আর VF7-এর জন্য সময় লাগে ২৮ মিনিট

ভ্যারিয়েন্টভিত্তিক পাওয়ারট্রেন অপশন

VF6

  • আর্থ: ৫৯.৬ কিলোওয়াট-আওয়ার (৪৬৮ কিমি রেঞ্জ)
  • উইন্ড: ৫৯.৬ কিলোওয়াট-আওয়ার (৪৬৩ কিমি রেঞ্জ)
  • উইন্ড ইনফিনিটি: ৫৯.৬ কিলোওয়াট-আওয়ার (৪৬৩ কিমি রেঞ্জ)

VF7

  • আর্থ: ৫৯.৬ কিলোওয়াট-আওয়ার, ৪৩৮ কিমি (এফডব্লিউডি)
  • উইন্ড: ৭০.৮ কিলোওয়াট-আওয়ার, ৫৩২ কিমি (এফডব্লিউডি)
  • উইন্ড ইনফিনিটি: ৭০.৮ কিলোওয়াট-আওয়ার, ৫৩২ কিমি (এফডব্লিউডি)
  • স্কাই: ৭০.৮ কিলোওয়াট-আওয়ার, ৫১০ কিমি (এডব্লিউডি)
  • স্কাই ইনফিনিটি: ৭০.৮ কিলোওয়াট-আওয়ার, ৫১০ কিমি (এডব্লিউডি)

শেয়ার্ড ফিচার

ভারতে লঞ্চ হলো ভিনফাস্ট vf6 ও vf7 ইলেকট্রিক এসইউভি জানুন ভ্যারিয়েন্ট ও পাওয়ারট্রেন অপশন 4
ছবি: কারদেখো

VF6 ও VF7 উভয় মডেলেই রয়েছে ১২.৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ইউনিট (ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো), ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, ৮-ওয়ে পাওয়ার-অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট ও ভেন্টিলেটেড ফ্রন্ট সিট। ইনফিনিটি ভ্যারিয়েন্টগুলোতে যুক্ত হয়েছে ফিক্সড প্যানোরামিক গ্লাস রুফ।

নিরাপত্তা

উভয় গাড়িতেই মানসম্মত সেফটি ফিচার রাখা হয়েছে— সাতটি এয়ারব্যাগ, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, রেইন-সেন্সিং ওয়াইপার, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ইএসসি), টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (টিপিএমএস) এবং লেভেল-২ এডিএএস প্রযুক্তি। এডিএএস ফিচারের মধ্যে রয়েছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন ডিপার্চার ওয়ার্নিং ও অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং।

দাম ও প্রতিদ্বন্দ্বী

ভারতে VF6-এর দাম রাখা হয়েছে ১৬.৪৯ লাখ থেকে ১৮.২৯ লাখ রুপি এবং VF7-এর দাম ২০.৮৯ লাখ থেকে ২৫.৪৯ লাখ রুপি (এক্স-শোরুম, প্রাথমিক মূল্য)।

  • VF6-এর প্রতিদ্বন্দ্বী: টাটা কার্ভ ইভি, হুন্ডাই ক্রেটা ইলেকট্রিক, এমজি জেডএস ইভি, মাহিন্দ্রা BE 6।
  • VF7-এর প্রতিদ্বন্দ্বী: হুন্ডাই আয়নিক ৫, বিওয়াইডি সিলিয়ন ৭, বিএমডব্লিউ iX1 ও শিগগির আসা ভলভো EX30।
Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ