Friday, September 26, 2025
Homeদুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ

দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ

দুর্গাপূজা সামনে রেখে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ। সরকারের বিশেষ অনুমোদনে এই রপ্তানি কার্যক্রম সম্পন্ন হবে নির্ধারিত নিয়ম ও কাগজপত্র যাচাই সাপেক্ষে। প্রতি কেজির ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার। প্রতিবছরের মতো এবারও এই সিদ্ধান্ত দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও উৎসবকে ঘিরে নতুন মাত্রা যোগ করবে।

নিউজ আর্টিকেল:

দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হবে ইলিশ মাছ। এ বছর অন্তর্বর্তী সরকার নীতিগতভাবে ১,২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত শর্ত পূরণের মাধ্যমে অনুমোদিত রপ্তানিকারকরা ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন জমা দিতে হবে সরাসরি অফিসে হার্ড কপিতে।

এছাড়া, প্রতিটি প্রতিষ্ঠানের আবেদনপত্রে থাকতে হবে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সনদ, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র।

আরো পড়ুন: দক্ষিণবঙ্গের ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ফরিদপুরে উত্তপ্ত পরিস্থিতি

সরকার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের আগে যারা আবেদন করেছিলেন, তাদেরও নতুন করে আবেদন জমা দিতে হবে বলে জানানো হয়েছে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ