ভারতের গাড়ির বাজারে আসছে একাধিক নতুন ৭ আসনের হাইব্রিড এসইউভি। মারুতি সুজুকি, হুন্ডাই, টয়োটা, রেনল্ট ও নিসান—শীর্ষস্থানীয় এই পাঁচ নির্মাতা প্রতিষ্ঠান ইতিমধ্যেই তাদের পরিকল্পনা চূড়ান্ত করেছে। বৈদ্যুতিক গাড়ির চার্জিং অবকাঠামো এখনো সীমিত থাকায় এবং রেঞ্জ নিয়ে শঙ্কা থাকায়, নির্মাতারা হাইব্রিড প্রযুক্তিকে বাস্তবসম্মত সেতুবন্ধন হিসেবে দেখছেন। ফলে আগামী বছরগুলোতে একাধিক নতুন হাইব্রিড এসইউভি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে।
হুন্ডাইয়ের নতুন ৩-সারি এসইউভি

হুন্ডাই ২০২৭ সালের দিকে সম্পূর্ণ নতুন একটি এসইউভি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। অভ্যন্তরীণভাবে ‘Ni1i’ কোডনেমে পরিচিত এই মডেলটি আলকাজার ও টাকসনের মাঝামাঝি অবস্থান করবে। ধারণা করা হচ্ছে, এতে ব্যবহার করা হবে হুন্ডাইয়ের পরিচিত ১.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রল ইঞ্জিনের হাইব্রিড সংস্করণ।
রেনল্ট বোরিয়াল ও নিসান এসইউভি
ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক সেগমেন্টে প্রবেশ করতে যাচ্ছে নিসান। তাদের আসন্ন মিডসাইজ এসইউভি সরাসরি চ্যালেঞ্জ ছুড়বে হুন্ডাই ক্রেটা, কিয়া সেল্টস ও মাহিন্দ্রা স্করপিও এন–এর মতো জনপ্রিয় মডেলকে। এর পরেই নিসান বাজারে আনবে আরও বড় তিন সারির এসইউভি, যা রেনল্টের সদ্য উন্মোচিত বোরিয়াল থেকে অনুপ্রাণিত হবে। যদিও বোরিয়ালের ভারতীয় বাজারে প্রবেশ এখনও কয়েক বছরের দূরত্বে, এর আগেই আসতে চলেছে নতুন ডাস্টার। পরবর্তী সময়ে ডাস্টারের হাইব্রিড ভ্যারিয়েন্ট এবং এর সাত আসনের সংস্করণও বাজারে আসতে পারে।
আরো পড়ুন: আমার গাড়ির গল্প: সত্তরের দশক থেকে আজ পর্যন্ত এক আবেগঘন যাত্রা
মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা ও টয়োটা হাইরাইডার
শিল্প সংশ্লিষ্টদের ধারণা, জনপ্রিয় গ্র্যান্ড ভিটারা (মারুতি সুজুকি) ও হাইরাইডার (টয়োটা)–এর তিন সারির সংস্করণ বাজারে আসতে পারে শিগগিরই। ভারতের বাজারে মিডসাইজ এসইউভির সঙ্গে সাত আসনের চাহিদা ক্রমেই বাড়ছে। যদি এই মডেলগুলো চালু হয়, তবে এগুলোতে বর্তমানের হাইব্রিড পাওয়ারট্রেনই ব্যবহার করা হবে, বিশেষ কোনো যান্ত্রিক পরিবর্তন ছাড়াই।

হাইব্রিডের সামনে চ্যালেঞ্জ ও সম্ভাবনা
বৈদ্যুতিক গাড়ির সীমাবদ্ধতা হাইব্রিড প্রযুক্তিকে এখনো এগিয়ে রাখছে। জ্বালানি সাশ্রয়ী হওয়ায় এবং চার্জিং নেটওয়ার্কের ওপর নির্ভর না করায় গ্রাহকরা এই প্রযুক্তির দিকে ঝুঁকছেন। আগামী বছরগুলোতে ভারতীয় বাজারে একাধিক সাত আসনের হাইব্রিড এসইউভি এলে তা নির্মাতা ও ক্রেতা উভয়ের জন্যই বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।