Tuesday, August 26, 2025
Homeনভেম্বরে ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল দল, কেরালায় খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা

নভেম্বরে ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল দল, কেরালায় খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা

অপেক্ষার অবসান! আগামী নভেম্বরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ভারতে আসছে। কেরালার মাঠে খেলতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা। সফরের জন্য ভারতকে খরচ করতে হচ্ছে প্রায় ১৩০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৮১ কোটি টাকা)। ২০১১ সালের পর এবারই দ্বিতীয়বার ভারতের মাঠে খেলতে আসছে মেসিরা।

গুঞ্জন ছিল অনেক আগে থেকেই। তবে অনিশ্চয়তা, টানাপোড়েন এবং আইনি ঝামেলার কারণে আর্জেন্টিনার ভারত সফর স্থগিতের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে সব সমস্যার সমাধান হয়েছে। নভেম্বরে আর্জেন্টিনা একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে ভারতে আসবে। এ সফরের জন্য ভারতকে দিতে হচ্ছে প্রায় ১৩০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮১ কোটি টাকা।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ম্যাচটি কেরালার কোনো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। এ বছরই প্রথম নয়, ২০১১ সালে আর্জেন্টিনা কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল।

আর্জেন্টিনার ভারত সফরের প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল ২০২২ বিশ্বকাপের পর। সেই সময় আর্জেন্টিনা দলের সামাজিক মাধ্যম পেজে উপমহাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছিল।

সেই প্রেক্ষাপটে কেরালার ক্রীড়া মন্ত্রী ভি আব্দুরাহিমান আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা দলকে কেরালায় খেলার জন্য আমন্ত্রণ পাঠান। নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে, গত নভেম্বরে ক্রীড়া মন্ত্রী নিশ্চিত করেন, আর্জেন্টিনা আসছে।

সফরের স্পন্সর হিসেবে কেরালার সরকার রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি-র সঙ্গে চুক্তিবদ্ধ হয়। তারা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি সম্পন্ন করে।

আরো দেখুন:

কিছু দিন আগে সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। আর্জেন্টিনা এফএর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা কেরালা সরকারের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তোলেন। তবে ৫ আগস্ট চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয় এবং ৬ জুন পুরো ১৩০ কোটি রুপি পরিশোধ করা হয়।

সফরের ঝুঁকি এড়াতে রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি ঘোষণা দেয়, যদি এ বছরের মধ্যে ভারত সফর না হয়, তাহলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপরই এলো চূড়ান্ত ঘোষণা-নভেম্বরে ভারত সফর নিশ্চিত।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ