Friday, October 24, 2025
Homeপ্রভাসকে ‘ভারতের সবচেয়ে বড় সুপারস্টার’ ঘোষণা, শাহরুখ ভক্তদের ক্ষোভ

প্রভাসকে ‘ভারতের সবচেয়ে বড় সুপারস্টার’ ঘোষণা, শাহরুখ ভক্তদের ক্ষোভ

দক্ষিণী অভিনেতা প্রভাসের জন্মদিনে প্রকাশিত ‘স্পিরিট’ ছবির অডিও টিজারে তাঁকে ‘ভারতের সবচেয়ে বড় সুপারস্টার’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এই ঘোষণাকে ঘিরে ক্ষোভ ছড়িয়েছে শাহরুখ খানের ভক্তদের মধ্যে। তারা বলছেন, “ভারতের সবচেয়ে বড় সুপারস্টার” উপাধি কেবল পোস্টারে নয়, দীর্ঘ ক্যারিয়ার ও ভালোবাসার মাধ্যমে অর্জিত হয়।

প্রভাসকে ‘ভারতের সবচেয়ে বড় সুপারস্টার’ ঘোষণা

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রভাসের জন্মদিনে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রকাশ করেন তাঁর পরবর্তী সিনেমা স্পিরিট–এর একটি বিশেষ ‘সাউন্ড স্টোরি’। এটি ছিল বহু প্রতীক্ষিত ছবিটির প্রথম ঝলক, যা ঘিরে ভক্তদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় ঘোষণার এক বিশেষ অংশ—টাইটেল কার্ডে প্রভাসকে বলা হয়েছে ‘India’s Biggest Superstar’।

এর আগে প্রভাসকে সাধারণত “রেবেল স্টার” নামে পরিচিত করা হলেও, এবার নতুন এই উপাধি প্রকাশের পরেই শুরু হয় সোশ্যাল মিডিয়ায় বিতর্ক। শাহরুখ খান ও সালমান খানের অনুরাগীরা মন্তব্য করেন, এই দাবি অসম্মানজনক এবং অতিরঞ্জিত।

শাহরুখ ভক্তদের প্রতিক্রিয়া

একজন শাহরুখ ভক্ত এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “India’s Biggest Superstar? ভালো চেষ্টা, কিন্তু একটাই বাদশাহ আছেন যিনি মুম্বাই থেকে মরক্কো পর্যন্ত রাজত্ব করেন — #SRK। এই সম্মান পোস্টারে লেখা যায় না, এটা অর্জন করতে হয় দশকের পর দশক।”

আরেকজন লিখেছেন, “প্রভাসকে অসম্মান নয়, কিন্তু ‘India’s Biggest Superstar’? শাহরুখ খান এখনো আছেন।”

আরো পড়ুন: BYD YangWang U9 Xtreme: ৭ মিনিটের নিচে নুরবুরগ্রিং ল্যাপ সম্পন্ন করা বিশ্বের প্রথম ইলেকট্রিক গাড়ি

কেউ কেউ আবার আরিয়ান খানের ওয়েব সিরিজ The Ba**ds of Bollywood* থেকে মিম শেয়ার করে মজা করে লিখেছেন, “ঘণ্টে কা বিগেস্ট সুপারস্টার!” শাহরুখ খান ২০২৩ সালে পাঠান, জওয়ানডঙ্কি—এই তিনটি সফল সিনেমা উপহার দেন, যার মধ্যে দুটি সিনেমা ১০০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে।

প্রভাস ভক্তদের পাল্টা যুক্তি

অন্যদিকে প্রভাসের ভক্তরা পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ঘোষণাকে সঠিক বলে দাবি করছেন। তাঁদের মতে, “বক্স অফিসেই প্রমাণ রয়েছে—প্রভাসই ভারতের সবচেয়ে বড় সুপারস্টার।” এক ভক্ত লিখেছেন, “প্রভাসই সেই তারকা, যিনি পরিচালকদের স্বপ্ন বাস্তবে রূপ দেন।”

প্যান-ইন্ডিয়া জনপ্রিয়তায় প্রভাস

এস. এস. রাজামৌলির বাহুবলী সিরিজ দিয়েই দেশজুড়ে পরিচিতি পান প্রভাস। দুই পর্ব মিলিয়ে সিনেমাটি ২৪০০ কোটির বেশি আয় করে। এরপর সাহো, রাধে শ্যামআদিপুরুষ তেমন সফল না হলেও, সাম্প্রতিক সালারকাল্কি ২৮৯৮ এডি দিয়ে বক্স অফিসে ফিরেছেন তিনি। বিশেষ করে কাল্কি ২৮৯৮ এডি বিশ্বব্যাপী ১০০০ কোটির বেশি আয় করেছে।

এই সাফল্যের পর অনেকে বলছেন, প্রভাসের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে কিছু বলিউড তারকা নাকি ‘অস্বস্তিতে’ আছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “মুম্বাইয়ের কয়েকজন আজ ঘুমাতে পারবেন না পোস্টারটা দেখার পর।”

প্রভাসের আসন্ন সিনেমা

স্পিরিট–এ প্রভাসের সঙ্গে অভিনয় করছেন বিবেক ওবেরয় ও ত্রিপ্তি দিমরি। ছবিটি পরিচালনা করছেন অ্যানিম্যাল খ্যাত সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এর আগে প্রভাসকে দেখা যাবে দ্য রাজাসাব সিনেমায়, যা মুক্তি পাবে ২০২৬ সালের ৯ জানুয়ারি। মারুতি পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, মালভিকা মোহনন ও নিধি আগারওয়াল।

প্রভাসকে ‘ভারতের সবচেয়ে বড় সুপারস্টার’ হিসেবে ঘোষণা ঘিরে শুরু হওয়া বিতর্ক দেখিয়ে দিল, ভারতীয় সিনেমা এখন আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক। কে আসলেই দেশের সবচেয়ে বড় সুপারস্টার—তার উত্তর সময়ই দেবে, তবে আপাতত ভক্তদের তর্কে তোলপাড় বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি পর্যন্ত।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ