Saturday, October 18, 2025
Homeভারতের বিপক্ষে নামার আগে ভেঙে পড়া ড্রেসিংরুমে মনোবিদের শরণে পাকিস্তান ক্রিকেটাররা।

ভারতের বিপক্ষে নামার আগে ভেঙে পড়া ড্রেসিংরুমে মনোবিদের শরণে পাকিস্তান ক্রিকেটাররা।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দম বন্ধ করা উত্তেজনা। মাঠে নামার আগেই চারদিকে আলোচনার ঝড়। তবে এবার শুধু ক্রিকেট নয়, মাঠের বাইরের ঘটনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে। হাত মেলানো বিতর্ক, অপমান আর মানসিক চাপে জর্জরিত পাকিস্তান দল এবার নেমেছে এক ভিন্ন প্রস্তুতিতে মনোবিদের ক্লাসে। আজকের সুপার ফোর ম্যাচের আগে তাই প্রশ্ন, মনোবিদের পরামর্শে কি বদলাবে পাকিস্তানের মানসিক দৃঢ়তা?

হাত মেলানো বিতর্কে উত্তপ্ত দুই শিবির

গ্রুপ পর্বে ভারতের কাছে হার শুধু মাঠেই নয়, মানসিক ভাবেও ভেঙে দেয় পাকিস্তানকে। ম্যাচ শুরুর আগে টসের সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মেলাননি পাকিস্তান অধিনায়কের সঙ্গে। এমনকি ম্যাচ জেতার পরও ভারতীয় ক্রিকেটাররা হাত মেলানো এড়িয়ে সোজা ড্রেসিংরুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকুমারের আচরণ আরও পরিষ্কার করে দেয় সেই বার্তা।

পিসিবির ক্ষোভ ও আইসিসির সিদ্ধান্ত

হাত মেলানো বিতর্কে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে অভিযোগ তোলে। তাদের দাবি, ম্যাচ রেফারি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। এশিয়া কাপ থেকে তাকে অপসারণের দাবি জানিয়েছিল পিসিবি। তবে আইসিসি সেই দাবিকে আমলে নেয়নি। এমনকি আজকের ভারত-পাকিস্তান ম্যাচেও দায়িত্বে থাকছেন পাইক্রফ্ট।

মানসিক প্রস্তুতিতে নতুন পদক্ষেপ

একদিকে মাঠের বাইরের চাপ, অন্যদিকে পরপর বিতর্কে বিপর্যস্ত পাকিস্তান দল। তাই সুপার ফোরে ভারতের বিপক্ষে নামার আগে ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ। মনোবিদ দলের ক্রিকেটারদের সঙ্গে ক্লাস করেছেন, যাতে তারা চাপ সামলে মাঠে সেরা পারফরম্যান্স দিতে পারেন।

মহারণের অপেক্ষায়

আরো পড়ুন : ভারতের বিপক্ষে নামার আগে ভেঙে পড়া ড্রেসিংরুমে মনোবিদের শরণে পাকিস্তান ক্রিকেটাররা

আজকের ম্যাচে পাকিস্তান শুধু জয়ের জন্য নয়, মর্যাদা রক্ষার লড়াইয়েও নামছে। মনোবিদের পরামর্শ মাঠে কতটা কাজে লাগে, তা বোঝা যাবে ভারতের বিপক্ষে এই হাইভোল্টেজ দ্বৈরথে।

ডিসক্লেমার: এই প্রতিবেদনটি বিভিন্ন অনলাইন সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এটি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে লেখা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ