Thursday, November 6, 2025
Homeভারতের নারী ক্রিকেটারদের বেতন কত?

ভারতের নারী ক্রিকেটারদের বেতন কত?

ভারতের নারী ক্রিকেট এখন ইতিহাসের সোনালি অধ্যায় লিখছে। ভারত নারী দলের বিশ্বকাপ জয় শুধু একটি ট্রফি নয় এটি কোটি নারীর স্বপ্নপূরণের প্রতীক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫২ রানের জয়ে বিশ্বজয়ী হওয়ার পর থেকেই দেশজুড়ে চলছে উৎসব। তবে এই উচ্ছ্বাসের মাঝেই উঠছে আরেকটি প্রশ্ন পুরুষ ক্রিকেটারদের তুলনায় নারী ক্রিকেটারদের বেতন কতটা ন্যায্য? বিসিসিআইয়ের বেতন কাঠামোই বা কেমন?

ভারতের নারী ক্রিকেট দলের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। বিশ্বকাপ জয়ের পর থেকে তাদের বেতন ও সুযোগ-সুবিধায় এসেছে বড় পরিবর্তন। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নারী ক্রিকেটারদের জন্য আলাদা কন্ট্রাক্ট গ্রেড নির্ধারণ করেছে – A, B ও C ক্যাটাগরিতে।

A গ্রেডের খেলোয়াড়রা বছরে ৫০ লাখ রুপি,
B গ্রেডের খেলোয়াড়রা ৩০ লাখ রুপি,
আর C গ্রেডের খেলোয়াড়রা পান ১০ লাখ রুপি করে বেতন।

এর পাশাপাশি, পুরুষ ক্রিকেটারদের মতোই এখন নারীরাও সমান ম্যাচ ফি পান। অর্থাৎ,

একটি টেস্ট ম্যাচে ১৫ লাখ রুপি,

ওয়ানডেতে ৬ লাখ রুপি,

আর টি-টোয়েন্টিতে ৩ লাখ রুপি করে পারিশ্রমিক।

আরো পড়ুন : ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

এই উদ্যোগের মাধ্যমে নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতনের বৈষম্য অনেকটাই কমে এসেছে। কোহলি, রোহিতদের মতো তারকাদের সঙ্গে বেতনের পার্থক্য থাকলেও নারীদের আর্থিক অবস্থান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ক্রিকেটপ্রেমীরা বলছেন, এই পরিবর্তন ভারতের নারী ক্রিকেটে নতুন যুগের সূচনা করেছে।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ