বাংলাদেশসহ গোটা বিশ্বেই গাড়ির বাজার দ্রুত পাল্টে যাচ্ছে। বিশেষ করে ইলেকট্রিক ভেহিকল বা ইভি এখন ভবিষ্যতের পরিবেশবান্ধব সমাধান হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। এই প্রবাহে ভারতের বাজারকেও নতুন করে গুরুত্ব দিচ্ছে ইউরোপিয়ান গাড়ি নির্মাতা স্কোডা। তবে এবার তারা কোনো বিদ্যমান মডেল নয়, বরং ভারতের জন্য বিশেষভাবে তৈরি একটি ছোট ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে।
ভারতের বাজারে “বড় খেলা” খেলতে প্রস্তুত স্কোডা
স্কোডার সিইও ক্লাউস জেলমার জানিয়েছেন, ভারতীয় বাজারে তারা একেবারে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তিনি বলেন,
“আমরা বিশ্বের অন্যতম লাভজনক ভলিউম কার প্রস্তুতকারক। কিন্তু আমাদের নির্ভরশীলতা এখনো মূলত ইউরোপেই। শুধু একটি অঞ্চলের ওপর নির্ভরশীলতা ভবিষ্যতের জন্য নিরাপদ নয়। তাই দ্বিতীয় ভিত্তি হিসেবে আমরা ভারতকেই বেছে নিয়েছি।
আরো পড়ুন: মাহিন্দ্রার ঘোষণা: E20 জ্বালানি নিয়ে থাকছে পূর্ণাঙ্গ ওয়ারেন্টি সুরক্ষা
এই লক্ষ্যেই স্কোডা চীনের জন্য তৈরি CMP21 প্ল্যাটফর্মকে স্থানীয়ভাবে ভারতে উৎপাদন করার পরিকল্পনা করছে। এর ওপর ভিত্তি করেই একটি নতুন ছোট ইলেকট্রিক গাড়ি আনা হবে।
এপিক নয়, আসছে নতুন মডেল
অনেকে ভেবেছিলেন স্কোডা হয়তো তাদের ইউরোপে বিক্রি হওয়া Epiq EV ভারতেও নিয়ে আসবে। কিন্তু সিইও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতের জন্য তাদের পরিকল্পনা আলাদা।
তিনি বলেন, “ভারতের জন্য আমরা ইউরোপের মডেলগুলো কপি করতে চাই না। আমরা এমন একটি গাড়ি চাই, যা ভারতের জন্য তৈরি হবে এবং সেখানেই তৈরি হবে।”
ছোট ইভি দিয়ে সিও₂ নির্গমন কমানোই লক্ষ্য
স্কোডার নতুন এই ছোট ইলেকট্রিক গাড়ি কেবল ভারতীয় গ্রাহকদের জন্য সাশ্রয়ী বিকল্পই হবে না, বরং ভবিষ্যতের CO₂ নির্গমন মানদণ্ড মেনে চলার জন্যও একটি বড় পদক্ষেপ হবে। যদিও কোম্পানি এখনো মডেলটির নকশা, নাম বা বাজারে আসার সময়সীমা নিয়ে কিছু প্রকাশ করেনি।
বর্তমানে ভারতীয় বাজারে টাটা, মাহিন্দ্রা এবং এমজি-র মতো ব্র্যান্ডগুলিই ইভি সেগমেন্টে শীর্ষে রয়েছে। স্কোডার এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে প্রতিযোগিতা বাড়িয়ে দেবে এবং গ্রাহকদের সামনে আরও নতুন বিকল্প এনে দেবে।