Wednesday, January 28, 2026
Homeব্রুক ন্যাডারকে ঘিরে টেনিস তারকাদের প্রেমের গুঞ্জন

ব্রুক ন্যাডারকে ঘিরে টেনিস তারকাদের প্রেমের গুঞ্জন

কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনারের দ্বৈরথ এখন শুধু টেনিস কোর্টেই সীমাবদ্ধ নেই। আলকারাজ-সিনার দ্বৈরথ এবার গড়িয়েছে কোর্টের বাইরেও, আর সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দু একজন নারী ব্রুক ন্যাডার। ইউএস ওপেন চলাকালীনই নাকি একই মডেলের সঙ্গে জড়িয়েছিলেন এই দুই তারকা, আর তাতেই শুরু নতুন আলোচনার ঝড়।

কোর্টে আধিপত্য, বাইরে গুঞ্জন

গত সপ্তাহে ফ্লাশিং মিডোয় টানা তৃতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালে মুখোমুখি হয়েছিলেন আলকারাজ ও সিনার। ২২ বছর বয়সী আলকারাজ দারুণ আধিপত্যে ম্যাচ জিতে ফেরালেন পুরুষ টেনিসের এক নম্বরের মুকুট। এ জয় তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম, আর নিউইয়র্কে দ্বিতীয়। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ লাখ মার্কিন ডলারও।

ব্রুক ন্যাডারকে ঘিরে নতুন নাটক

সেলিব্রিটি সংবাদমাধ্যমগুলো দাবি করছে, মডেল ব্রুক ন্যাডারই এই দ্বৈরথের মূল চরিত্র। তিনি নাকি একই সময়ে আলকারাজ ও সিনার দুজনের সঙ্গেই ঘনিষ্ঠ ছিলেন। এমনকি ‘চ্যালেঞ্জার্স’ সিনেমার মতো নাটকীয় এক কাহিনির জন্ম হয়েছে তাঁদের ব্যক্তিগত জীবনে। যদিও ন্যাডার নিজে এক সাক্ষাৎকারে সিনারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।

আলকারাজের ঘনিষ্ঠদের প্রতিক্রিয়া

ইউএস ওপেনের ফাইনালের পর আলকারাজ ও ন্যাডারের সম্পর্ক নিয়ে যখন গুঞ্জন চূড়ান্ত পর্যায়ে, তখন আলকারাজের ঘনিষ্ঠরা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তবে দেখা গেছে, ইউএস ওপেনের একটি ম্যাচে ন্যাডার গ্যালারিতে বসে তাঁর খেলা উপভোগ করছেন। ন্যাডারের বোন গ্রেস অ্যানও ইঙ্গিত দিয়েছিলেন, আলকারাজই এখন ন্যাডারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।

আরো পড়ুন : টরন্টোর বিপক্ষে গোলের সুযোগ মিস করার পর হতাশ মেসি

আরও এক গুঞ্জন এমা রাদুকানু

এখানেই শেষ নয়। এর আগে আলকারাজের সঙ্গে ব্রিটিশ টেনিস তারকা এমা রাদুকানুর নামও জড়িয়ে গিয়েছিল। ইউএস ওপেনের মিক্সড ডাবলসে তাঁদের জুটি মাঠে নামতেই সেই গুঞ্জন আরও জোরালো হয়। যদিও রাদুকানু এ ব্যাপারে বলেন, তাঁরা কেবলই ভালো বন্ধু।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ