ভারতের বেঙ্গালুরুতে আইফোন ১৭ সিরিজের বিক্রি শুরু হয়েছে জমজমাটভাবে। নতুন আইফোন হাতে পেতে অ্যাপল স্টোরের সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন চোখে পড়েছে, যেখানে অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন।
আইফোন বিক্রিতে ভিড়
শুক্রবার সকালে বেঙ্গালুরুর অ্যাপল স্টোরগুলোতে আইফোন ১৭ সিরিজ বিক্রি শুরু হয়। নতুন মডেল কেনার জন্য ক্রেতাদের উৎসাহে দোকানের সামনে তৈরি হয় লম্বা লাইন। অনেকেই ভোরবেলা থেকে অপেক্ষা শুরু করেন কাঙ্ক্ষিত ডিভাইস হাতে পাওয়ার জন্য।
উৎসাহের কারণ
অ্যাপলের নতুন প্রজন্মের আইফোন সিরিজ প্রতি বছরই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি করে। উন্নত নকশা, অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তি ও দ্রুতগতির প্রসেসরের কারণে আইফোন ১৭ সিরিজ নিয়েও আগ্রহ ছিল তুঙ্গে।
আরো পড়ুন: আইফোন ১৭ উন্মোচনে বিশ্বজুড়ে মধ্যরাতের উন্মাদনা
অ্যাপল স্টোরের বাইরে ক্রেতাদের ভিড় ও সারিবদ্ধ অপেক্ষার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ও ছবিগুলো ব্যবহারকারীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে, যা এই বিক্রিকে ঘিরে আরও উৎসাহ বাড়িয়েছে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে অ্যাপলের প্রিমিয়াম গ্রাহকসংখ্যা তুলনামূলক বেশি। তাই এখানে আইফোন ১৭ সিরিজ বিক্রির প্রথম দিনেই এতোটা ভিড় দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
আইফোন ১৭ সিরিজের বিক্রি ঘিরে বেঙ্গালুরুর অ্যাপল স্টোরের সামনে দেখা দেওয়া এ ভিড় আবারও প্রমাণ করল, অ্যাপলের নতুন প্রজন্মের পণ্য প্রযুক্তি বাজারে কতটা আলোচিত ও প্রত্যাশিত।