ঢাকা ব্যাংক পিএলসির এই বিশেষ কর্মসূচি তরুণদের আর্থিক দক্ষতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির মাধ্যমে ভবিষ্যতের আর্থিক স্থিতিশীলতা ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার লক্ষ্যই ছিল মূল উদ্দেশ্য। এ আয়োজনে শিক্ষার্থীরা সঞ্চয়, বাজেট পরিকল্পনা ও বিনিয়োগের বাস্তব জ্ঞান লাভ করেন। এর ফলে তারা ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় আরও সচেতন হয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হলো ঢাকা ব্যাংক পিএলসির বিশেষ আর্থিক সাক্ষরতা কর্মসূচি। গত বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি শক্তিশালী বাংলাদেশ গড়ার অঙ্গীকার তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ফেরদৌস রহমান ও মো. নূর আলম সিদ্দিক।
আরো পড়ুন: ডিগ্রি আছে, চাকরি নেই: সমস্যার মূল কারণ বিশ্লেষণ
কর্মসূচিতে আর্থিক সাক্ষরতা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা ব্যাংক পিএলসির হেড অব স্টুডেন্ট ব্যাংকিং সাইফুর রহমান। তিনি তরুণদের সঞ্চয়, বিনিয়োগ ও অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক মনজুর মোরশেদ এবং স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর শাখার ব্যবস্থাপক শহীদুল ইসলাম।