বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দিন দিন উত্তেজনা বাড়ছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রার্থী তামিম ইকবাল অভিযোগ করেছিলেন, সরকারের উচ্চ পর্যায় থেকেও নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। সরাসরি নাম না বললেও তার ইঙ্গিত ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে।
তামিমের অভিযোগের জবাব দিতে গিয়ে আসিফ মাহমুদ যমুনা টেলিভিশনকে বলেন, নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না। উল্টো তিনি অভিযোগ করেন, তামিমকে সামনে রেখে একটি পক্ষ সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
তার ভাষায়
“তামিম ভাইয়ের পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে, ক্লাবের কাউন্সিলরশিপ দখল করছে। এমনকি বলা হচ্ছে, নির্বাচন থেকে সরে গেলে আপনাকে সিইও বানানো হবে। এগুলো স্পষ্ট সন্ত্রাসী কার্যক্রম।”
ক্রীড়া উপদেষ্টা দাবি করেন, সরকারের নিয়মিত কার্যক্রমকে ‘হস্তক্ষেপ’ বলা যাবে না। তবে কিছু রাজনৈতিক নেতা প্রভাব খাটানোর চেষ্টা করছেন, সেটিকে তিনি অবৈধ হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন—
“অনেক ডিসিকে রাজনৈতিক নেতারা কল দিয়েছেন কাউন্সিলর পাঠানোর জন্য। এটাকে আমি পলিটিসাইজেশন বলব।”
আরো পড়ুন : প্রোটিয়া দলে ফিরলেন ডি কক, পাকিস্তান সিরিজে তিন ফরম্যাটে তিন নেতা
তামিমকে ব্যক্তিগতভাবে পছন্দের ক্রিকেটার হিসেবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “তামিম যদি রাজনৈতিক দলের হয়ে নয়, বাংলাদেশের ফ্যানদের প্রতিনিধি হয়ে নির্বাচন করতেন, তবে আমি খুশি হতাম।”
শেষকথা
বিসিবি নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে জটিলতা বাড়ছে প্রতিদিনই। তামিম ইকবাল যেখানে সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন, সেখানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পাল্টা অভিযোগ তুলেছেন সন্ত্রাসী কার্যক্রমের। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়।