বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে শুরু হয়েছে জমজমাট আলোচনা। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও জানিয়ে দিয়েছেন, তিনি পরিচালক পদে লড়াই করবেন। তবে এই প্রতিদ্বন্দ্বিতা তিনি প্রতিযোগিতা হিসেবে দেখছেন না। তার ভাষায়, “এটা নির্ভর করছে যারা নির্বাচিত করবে তাদের ওপর।”
মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বুলবুল। তিনি বলেন, “আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।”
পরে বিকেলে তিনি আরও জানান, তিনি যেসব পরিকল্পনা হাতে নিয়েছেন, সেগুলো অর্ধেক পথে ফেলে রাখতে চান না। “আমার ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামগুলো এখনো চলমান। আমি চাই এগুলো শেষ করতে। বাংলাদেশ ক্রিকেটের প্রতি যে ভালোবাসা পাচ্ছি, সেটাই আমাকে চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছে।”
আরো পড়ুন:
ধোনি ভারতের মেন্টর হলে গম্ভীরের সঙ্গে জুটি দেখবার মতো
এবারের নির্বাচনে বুলবুলের পাশাপাশি লড়াইয়ে নামছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং সাবেক সভাপতি ফারুক আহমেদ। এতে ক্রিকেট মহলে জোর আলোচনা শুরু হয়েছে—নির্বাচন হবে কি না তামিম বনাম বুলবুল।
তবে বুলবুল বিষয়টি অন্যভাবে দেখছেন। তিনি বলেন, “আমি এটাকে প্রতিযোগিতা মনে করি না। যারা নির্বাচনে আসছে, যেমন ফারুক ভাই বা তামিম, তাদের প্রতি শুধু শ্রদ্ধা না, ভালোবাসা ও সহযোগিতাও থাকবে।”
বিসিবির নির্বাচনকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গনে উত্তাপ বাড়ছে। তামিম ইকবাল খেলোয়াড় থেকে এবার প্রশাসনের মঞ্চে আসছেন, আর বুলবুল চান তার শুরু করা কাজগুলো শেষ করতে। ফলে সামনে ক্রিকেট বোর্ডের নির্বাচনে দেখা যাবে ভিন্ন এক লড়াই, যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে থাকবে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার বার্তাও।